রানিগঞ্জ, 3 এপ্রিল : রানিগঞ্জের বক্তারনগর গ্রামে স্কুলের মধ্যেই ১০-১২ জন বহিরাগতদের কোয়ারান্টাইনে রাখে প্রশাসন । বহিরাগতদের কোয়ারান্টাইনে রাখাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । বক্তারনগর গ্রামের বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ ।
গ্রামের স্কুলে বহিরাগতদের কোয়ারান্টাইনে রাখাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রানিগঞ্জে - Corona safety measures
বহিরাগতদের গ্রামের স্কুলে কোয়ারান্টাইনে রাখে প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানিগঞ্জের বক্তারনগর গ্রামে ৷ স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । পরে পুলিশ এসে স্কুলে কোয়ারান্টাইনে থাকা ১০-১২ জন বহিরাগতদের অন্যত্র সরিয়ে নিয়ে গেলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন ৷
অন্যদিকে বল্লভপুর পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যরাও সেখানে পৌঁছান । অবশেষে স্কুলে কোয়ারান্টাইনে থাকা ১০-১২ জন বহিরাগতদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয় পুলিশ প্রশাসনকে । এরপরে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয় ।
বক্তানগর গ্রামের বাসিন্দা সহদেব ধীবর বলেন " কোরোনা ভাইরাসের আতঙ্ক সারা বিশ্ব জর্জরিত । গ্রামের মানুষদের সঙ্গে পরামর্শ না নিয়ে গতকাল রাত্রে ১০ থেকে ১২ জন বহিরাগতদের স্কুলে আশ্রয় দেওয়া হয় । লকডাউনের পর বহিরাগতদের " প্রবেশ নিষিদ্ধ" এমনই পোস্টার লাগানো হয় গ্রামের রাস্তার মুখেই । গ্রামকে কোরোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্যই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ পোস্টার লাগানো হয়েছিল । কোরোনা ভাইরাসে কী হবে কেউ জানে না ? তাই বাইরের কোনও মানুষকে গ্রামে রাখা যাবে না ? কোরোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্যই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ । ’’