লাউদোহা, 18 মে : সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে অজয় নদের জলে তলিয়ে গেল এক কিশোর ৷ মঙ্গলবার সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা এসে কিশোরের দেহ উদ্ধার করে ৷ মৃত কিশোরের নাম অনিমেষ মণ্ডল (17) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের লাউদোহা থানার পানশিউলি গ্রাম সংলগ্ন অজয় নদে সোমবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে স্নান করতে নামে অনিমেষ । অনেকক্ষণ ঘরে না ফেরায় অনিমেষের পরিবার তার খোঁজ শুরু করলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার পর সব কিছু জানা যায় ।
তিন বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর আরও পড়ুন :ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে মহারাষ্ট্রে প্রাণ গেল 6 জনের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার পুলিশ ৷ আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীও । অনিমেষের জামা কাপড় পাওয়া যায় ওই জায়গা থেকে । অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি সোমবার ৷ মঙ্গলবার সকাল হতেই উদ্ধারকাজ শুরু হয় । ডুবুরি নামানোর কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় অনিমেষের দেহ ।
পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ অনিমেষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।