পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের - পথ দুর্ঘটনায় ধৃত ঘাতক গাড়ির চালক

এক কিশোরকে পিষে দিল পাথরবোঝাই একটি ডাম্পার ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জ়োন কাশীরাম দাস অ্যাভিনিউ এলাকায়।

1 died in a road accident and 1 arrested at durgapur
দুর্গাপুরে পাথর বোঝাই ডাম্পারে পিষ্ট কিশোর

By

Published : Aug 11, 2020, 4:15 PM IST

দুর্গাপুর, 11 অগাস্ট : পাথরবোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। নাম শুভ্রজ্যোতি মণ্ডল(13) ৷ বেনাচিতি শ্রীনগরপল্লি এলাকার বাসিন্দা ৷ আজ সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জ়োন কাশীরাম দাস অ্যাভিনিউতে ঘটনাটি ঘটে । ঘটনায় গ্রেপ্তার চালক ৷ ডাম্পারটিকে আটক করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বি-জ়োন কাশীরাম দাস অ্যাভিনিউতে শুভ্রজ্যোতির মামার বাড়ি ৷ সেখানেই ছিল সে। স্থানীয় একটি দোকানে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বেরিয়েছিল ৷ সেই সময় পিছন থেকে একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে শুভ্রজ্যোতিকে পিষে দেয় ৷

ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ডাম্পারটিতে ভাঙচুর চালায় ৷ গাড়িটির মধ্যে থেকে বিভিন্ন সামগ্রী বের করে তাতে আগুন ধরিয়ে দেয় ৷ খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ আসে ৷ বচসা বাধে স্থানীয়দের সঙ্গে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্স ও RAF নামানো হয় ৷ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details