আসানসোল, 15 মার্চ: আরও জটিল অবস্থার সৃষ্টি হল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে । মঙ্গলবার থেকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বুধবার তা আরও গভীর রূপ ধারণ করল । ওয়েবকুপার সদস্য তথা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির অধ্যাপকরা স্পষ্ট জানিয়েছেন তাঁরা উপাচার্য সাধন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক নন (Kazi Nazrul University Teachers protest Against VC)। শিক্ষকরা দাবি করেছেন, যদি উপাচার্যকে না সরানো হয়, তবে বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষেত্রে কোনওরকমের সহযোগিতা করবেন না তাঁরা ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারকে বরখাস্ত করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী । তারপরই তাঁকে ঢুকতে না দিয়ে মূল ফটকে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা । আর এই ঘটনা জানাজানি হতেই শিক্ষক-শিক্ষিকারা বিক্ষোভে ফেটে পড়েন । চন্দন কোনার বরখাস্তের নোটিশ না মেনেই পুনরায় কাজে যোগ দেন বলে অভিযোগ । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানান, ধর্মঘটে অনুপস্থিত শিক্ষকদের চন্দন কোনার সরকারি নির্দেশনামা না মেনে সম্পূর্ণ বেতন দিয়েছেন । শুধু তাই নয় শিক্ষকদের অ্যাটেনডেন্স রেজিস্টার অর্থমন্ত্রকে পাঠানোর ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছেন । সেই কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে ।"
অন্যদিকে রেজিস্ট্রার চন্দন কোনারের দাবি, উপাচার্য সাধন চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধনে বাধার সৃষ্টি করেছেন । তিনি তাঁর ব্যক্তিগত সুবিধা উপভোগ করার জন্য বিভিন্নভাবে অর্থ নিয়েছেন, দুর্নীতি করেছেন, এই সমস্ত বিষয়ে প্রশ্ন তোলায় তাঁকে টার্গেট করে বরখাস্ত করা হয়েছে ।