পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোগীরা ত্যাগের মর্ম কী বুঝবে ? গেরুয়া অনুশীলন জার্সি নিয়ে মমতার মন্তব্যের পালটা শুভেন্দুর - ভারতীয় দলের অনুশীলন জার্সি বিতর্ক

Suvendu Adhikari on India's Saffron Colour Practice Jersy: ভারতের অনুশীলন জার্সির রং গেরুয়া হওয়া নিয়ে সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার সেই নিয়ে পালটা বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কটাক্ষ, ভোগীরা ত্যাগের মর্ম বুঝবে না ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 12:19 PM IST

ভারতীয় দলের অনুশীলন জার্সি নিয়ে মুখ্য়মন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর

দুর্গাপুর, 20 নভেম্বর: গেরুয়া ত্যাগের প্রতীক ৷ তাই ভোগীরা তার বিরোধিতা করবেই ৷ ভারতীয় দলের অনুশীলন জার্সি নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের মন্তব্যের এ ভাবেই জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ হেলিকপ্টার ও চার্টার্ড বিমানে চড়া লোকজন ত্যাগের মর্ম বোঝেন না বলে কটাক্ষ করেন শুভেন্দু ৷ উল্লেখ্য, তিনদিন আগে পোস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ভারতীয় ক্রিকেট দলেও গৈরিকীকরণের অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ৷

রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের এসবি মোরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে শুভেন্দু বলেন, ‘‘গেরুয়া হল ত্যাগের প্রতীক ৷ তাই ভোগীরা এর বিরোধিতা করবেই ৷ যাঁরা হেলিকপ্টার ও চাটার্ড বিমানে চড়ে অথচ রানিগঞ্জে কয়লা চাপা পড়া মৃত সাতজন দলিতের বাড়িতে আসার সময় একবারও পান না তাঁরা ভোগী ৷ তাই তাঁরা গেরুয়া রংয়ের বিরোধিতা করবেন ৷’’

উল্লেখ্য, পোস্তা থেকে মমতা বলেছিলেন, ‘‘আজকাল তো সব গেরুয়া করে দিচ্ছেন ৷ ভারতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করি ৷ আমি বিশ্বাস করি ওরা চ্যাম্পিয়ন হবে ৷ ওদের অনুশীলন পর্বের জার্সিও গেরুয়া বানিয়ে দিয়েছে ৷ ওরা তো নীল রঙের জার্সি পরে লড়াই করে ৷’’ ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন ও ম্যাচ জার্সি কেমন হবে, সাধারণত বোর্ডের কর্তারা স্পনসর সংস্থার সঙ্গে আলোচনা করে ঠিক করেন ৷ এ ক্ষেত্রে আদতে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কি না, তা তর্কের বিষয় ৷

কিন্তু, গত শুক্রবার আরও বিভিন্ন ক্ষেত্রে গৈরিকীকরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা ৷ তাঁর অভিযোগ, মেট্রো স্টেশন, হাসপাতাল সব গেরুয়া রং রাঙিয়ে দেওয়া হচ্ছে ৷ মোদি সরকারের বিরুদ্ধে এ নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন তিনি ৷ এমনকি নভেম্বরের শুরুতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে নিজের চিন্তা ব্যক্ত করেছিলেন মুখ্য়মন্ত্রী ৷ মমতার এই গৈরিকীকরণের অভিযোগ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু ৷ বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের ভূত দেখছেন বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন:

  1. 'ভারতীয় দলের জার্সির রং কেন গেরুয়া!' মোদিকে কটাক্ষ করে প্রশ্ন মমতার
  2. মলয়ের সম্পত্তি আমি জানি, আর তদন্তকারীরা জানেন না ? প্রশ্ন শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details