আসানসোল, 14 ডিসেম্বর:আসানসোলে শুভেন্দু অধিকারীর শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যু (3 died by stampede at Suvendu Adhikari programme in Asansol) ৷ দুর্ঘটনার পর থেকেই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ এরইমধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম (Sudheer Kumar Neelakantam) বিতর্ক উসকে দিয়ে জানান, বুধবার আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় বিরোধী দলনেতার শিবচর্চা এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের কোনও অনুমতিই নেওয়া হয়নি ৷ যদিও অনতিপরেই টুইটে পুলিশের থেকে নেওয়া স্থানীয় কাউন্সিলরের অনুমতি পত্র টুইটে প্রকাশ করেন শুভেন্দু, সেইসঙ্গে এদিনের অবাঞ্ছিত ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেন তিনি (Suvendu Adhikari Condolences over Asansol stampede tragedy) ৷
এক শিশু-সহ 3 জনের মৃত্যুর ঘটনার পর এদিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই অনুষ্ঠানের কোনওরকমের অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয় শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে আসবেন সেই তথ্য পুলিশকে জানানো হয়নি। পুলিশ সোশাল মিডিয়া থেকে এই তথ্য সংগ্রহ করে সেখানে গিয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।