দুর্গাপুর, 4 অগস্ট :রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার সম্প্রসারণের জন্য কারখানার জমিতে বসবাসকারীদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে ৷ তারপর থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তামলা বস্তি, ফরিদপুর, পলাশ ডিহা, ভিরিঙ্গি চাষিপাড়া এলাকার বাসিন্দারা ৷ কারখানা সংলগ্ন জমি অধিগ্রহণ করে ষাট-সত্তর বছর ধরে তাঁরা বসবাস করছেন ৷ তারপরেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে । তারই প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের ৷ বৃহস্পতিবার দুর্গাপুরে এক সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন ও পাশে থাকার বার্তা দিয়েছেন ৷
বৃহস্পতিবারের এই সভা থেকেই তিনি বিক্ষোভকারীদের জানান, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয়ের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার অব্যবহিত জমিতে উচ্ছেদের নোটিশ পাওয়ার পরেই আন্দোলনে নেমেছে এলাকাবাসী । দুর্গাপুরের 31নং বিদ্যাসাগর এভিনিউ-তে ভারতীয় মজদুর সংঘের বৈঠকে উপস্থিতি ছিলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ সেখান থেকেই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিজেপি নেতৃত্বও । তিনি জানান, উচ্ছেদের নোটিশ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই, বিজেপি মানুষের পক্ষে আছে ।