দুর্গাপুর, 16 সেপ্টেম্বর: চাপাকল থেকে জল নয়, শব্দ ও ঝাঁঝালো গ্যাস বেরনো নিয়ে এলাকায় ছড়াল চাঞ্চল্য । শুক্রবার সকালে স্কুলের একটি টিউবওয়েলে বিকট শব্দ হয় এবং গ্যাস বেরতে থাকে ৷ ঘটনা জেরে এদিন পড়ুয়াদের ছুটি দিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ (Suspected poisonous gas emits from a school tubewell in Durgapur) ।
খান্দরা পঞ্চায়েতের সিদুলী দীঘিরবাধ এলাকায় একটি আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে । সরকারি এই বিদ্যালয়টিতে বেশ কিছুদিন ধরে সংস্কারের কাজ চলছে । শুক্রবার সকালেও কাজ করার সময় কর্মরত এক মিস্ত্রি লক্ষ করেন বিদ্যালয়ের একটি চাপাকল থেকে বিকট শব্দের পাশাপাশি বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । কিছুক্ষণের মধ্যে গোটা এলাকায় সেই গ্যাস ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে স্কুল চত্বরে ভিড় জমান স্থানীয়রা । আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে । মোহাম্মদ রিজওয়ান নামে এক অভিভাবক বলেন, "ঝাঁঝালো গ্যাসের কারণে শ্বাস নেওয়া যাচ্ছিল না । এই অবস্থায় পড়ুয়াদের স্কুলে পাঠানোটাও বিপজ্জনক ।" স্কুলে পৌঁছন অন্ডাল থানা, বনবহাল থানার পুলিশ ও সিদুলী কোলিয়ারির সুরক্ষা বিভাগের কয়েকজন আধিকারিক ।