অন্ডাল, 8 এপ্রিল : দিল্লি থেকে সপরিবারে গতকাল অন্ডাল বিমানবন্দরে পৌঁছান সুরিন্দর সিং আলুওয়ালিয়া। গতকালই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নির্বাচন চ্যালেঞ্জেরই হয়। সবাই প্রতিদ্বন্দ্বী হয়ে নেমে নিজের কথা বলে। জনগণ কী চায় তার উপর বিচার করে। জনগণ যদি চায় উন্নয়ন হোক, মোদিজি প্রধানমন্ত্রী হোক, তবে তারা BJP-কে সমর্থন করবে। আর যদি তারা চায় উন্নয়নের স্পিডব্রেকার হোক তাহলে সমর্থন করবে না। যদিও আমার মনে হয় মানুষ সব বোঝে, মানুষই সব ফয়সালা করবে।" এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার "জামাই" কটাক্ষের জবাবে তিনি বলেন, "আমায় জামাই বলে জ্যোতিবাবুও ডাকতেন। আমি এখানকারই জামাই সেটা অস্বীকার করি না।"
দার্জিলিঙে জেতা আসন ছেড়ে এলেন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি নিজের বাড়িতে এসেছি। ওখানে বাইচুং ভুটিয়াকে পরাস্ত করতে গেছিলাম, পরাস্ত করেও এসেছি। যে এলাকায় আমি বর্ণপরিচয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছি, সেখানে উন্নয়ন করতে আসা কি অপরাধ? এটা লোকের ভুল ধারণা যে দার্জিলিঙে উন্নয়ন হয়নি। যে কাজ ওখানে করেছি সেগুলো তৃণমূলের চোখে পড়বে না। কারণ তৃণমূলের কার্যকর্তারা চোখে ঘোড়ার মতো ব্লিঙ্কার পড়ে আছে।"
তিনি আরও বলেন, "দার্জিলিং পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রথম ডিজিটাল ভিলেজ হয়। দার্জিলিঙে পাহাড় ও সমতল দুই পক্ষই আছে। একটি এলায়েন্স জোট ছিল। আমায় টাস্ক দিয়ে পাঠানো হয়েছিল। তবে, এই কেন্দ্র একটি মিশ্র কেন্দ্র। এখানে কৃষি, গ্রাম ও শিল্প একসাথে আছে। এখানে শুধুমাত্র শিল্পাঞ্চলে নয় গ্রামীণ এলাকাতেও উন্নয়ন দরকার। নির্বাচনী ঘোষনার আগেই মোদিজী এখানে আসেন। তাঁর এখানে উন্নয়নের প্রয়োজন মনে হয়েছে তাই তিনি আমায় একজন টাস্কমাস্টার হিসেবে পাঠিয়েছেন।"