দুর্গাপুর, 1 অগাস্ট: সোমবার প্রথমবার যাত্রী নিয়ে সিউড়ি থেকে শিয়ালদার উদ্যেশ্যে যাত্রা শুরু করল সিউড়ি শিয়ালদা মেমু স্পেশাল ট্রেন (Suri Sealdah memu Special Train)। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বিশেষ উদ্যোগে এই ট্রেনের স্টপেজ ঠিক হয় । পশ্চিম ও পুর্ব বর্ধমানের বহু যাত্রীর এবার কলকাতায় যাতায়াতের আরও সুবিধা হবে । ট্রেনটি রবিবার দিল্লি থেকে রেলমন্ত্রী অনলাইনে উদ্বোধন করার পর শিয়ালদা থেকে সিউড়ি আসে ।
তবে সোমবার প্রথম সেই ট্রেন যাত্রী নিয়ে পানাগড় স্টেশন পৌঁছতেই ট্রেনের চালককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রেনের যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ট্রেনের যাত্রীদের চা খাওয়ান বিজেপির কর্মীরা । উপস্থিত ছিলেন কাঁকসা দু'নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি, মণ্ডলের সদস্যরা, বর্ধমান সদরের জেলা-সহ সভাপতি রমন শর্মা-সহ অন্যান্যরা ।
Memu Train Service: সিউড়ি-শিয়ালদা মেমু ট্রেনের যাত্রা শুরু হল, খুশি যাত্রীরা - Suri Sealdah memu Special Train
সোমবার থেকে সিউড়ি-শিয়ালদা মেমু স্পেশাল ট্রেনের চাকা গড়াল (Suri Sealdah memu Special Train)। তাতে খুশি যাত্রীরা ৷
আরও পড়ুন: সিউড়ি- শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেন পরিষেবার সূচনা
যাত্রীরা জানিয়েছেন, পানাগড় থেকে শিয়ালদা যাওয়ার কোনও ট্রেন ছিল না এতদিন । সরাসরি কোনও ট্রেন না থাকার কারণে একদিকে যেমন দীর্ঘ সময় অতিক্রম করে যেতে হত শিয়ালদা অপরদিকে খরচ টাও বেশি পড়ত । সেই জায়গায় এই ট্রেনে একদিকে যেমন কম খরচে শিয়ালদা পৌঁছনো যাবে অপরদিকে অনেক অল্প সময়েই দ্রুত শিয়ালদা পৌঁছনো যাবে এই ট্রেনে ৷ পড়ুয়াদের যেমন সুবিধা হয়েছে তেমন এই ট্রেন শুরু হওয়ায় চাকরিজীবী মানুষদেরও সুবিধা হয়েছে ।
কারণ অনেক মানুষ আছেন যারা সেক্টর ফাইভে চাকরি করেন তাদের বেশিরভাগ এতদিন বেশি টাকা ও সময় ব্যয় করে বাসেই যাত্রা করতেন । এই ট্রেন শুরু হওয়ায় তাঁদের একদিকে আর্থিক সঞ্চয় হবে আর সময়টায় অনেক বাঁচবে ।