আসানসোল, 15 জানুয়ারি : গ্রীষ্মের আগেই প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করবে আসানসোল পৌরনিগম । সেই লক্ষ্যে আজ আসানসোল পৌরনিগমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল । এই বৈঠকের পৌরোহিত্য করেন পৌর কমিশনার নিতীন সিংঘানিয়া । সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট সুকোমল মণ্ডল সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার, পৌর আধিকারিক এবং ঠিকাদারেরা ।
বৈঠক শেষে নিতীন সিংঘানিয়া বলেন "যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে তা দ্রুত সমাপ্ত করার চেষ্টা চলছে । আগামী মাসে তিনটি দিন ধার্য করা হয়েছে । ফেব্রুয়ারির 1, 15, 28 এই তারিখগুলির মধ্যে সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে । এর পাশাপাশি জামুড়িয়াতে 4টি জলের প্রকল্প রয়েছে । সেই প্রকল্পগুলি থেকে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ দ্রুত শুরু হবে । সেই কারণে 28, 29 এবং 30 জানুয়ারি ক্যাম্প করা হবে জামুড়িয়ায় । বিভিন্ন এলাকায় যেখানে মানুষজন জলের সংযোগ নিতে ইচ্ছুক তারা ওই ক্যাম্পে ফর্ম ফিলাপ করতে পারেন ।"