দুর্গাপুর,1 অগাস্ট: কাঁকসার বামুনাড়ার একটি বে-সরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল এবং হাসপাতাল বন্ধ করল জেলা স্বাস্থ্য দফতর (Super Specility Hospital Closed)। পুনর্নবীকরণের নথি জমা পড়েছিল যাতে হাসপাতালের মালিক আরকে ভাড়াটিয়া তা পরিষ্কার ছিল না বলেই দাবি পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর কর্তাদের ।
দশ দিন আগে সেই নোটিশ দেওয়া হয় এবং 10 দিনের মধ্যে ত্রুটিহীন নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । দশ দিন পেরিয়েছে সেই নথি জমা পড়েনি । পুনর্নবীকরণের জন্য ত্রুটিহীন নথি জমা না-পড়ায় সোমবার দুপুর বারোটা নাগাদ ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা । দেওয়া হয় নোটিশ, সিল করে দেওয়া হয় হাসপাতাল ।
হাসপাতাল সিল করে দিল জেলা স্বাস্থ্য দফতর আরও পড়ুন:হাসপাতালের শয্যা ভেঙে পড়ে গেলেন মা এবং নবজাতক
জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক মহম্মদ ইউনুস জানান, আরও কিছুদিনের মধ্যে যদি সমস্ত নথি জমা দিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ তাহলে হাসপাতাল পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হবে । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল । উল্লেখ্য এই হাসপাতালের উপরে রয়েছে আবাসন । সেই আবাসনের বাসিন্দারা এই হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ কীভাবে একটি সিঁড়ি এবং একটিমাত্র লিফট হাসপাতালের রোগীদের জন্য এবং আবাসনের বাসিন্দাদের জন্য ব্যবহার করা যেতে পারে ? এছাড়াও হাসপাতালে বিভিন্ন সংক্রামক রোগের আসেন । আবাসনের নিচে হাসপাতাল কীভাবে চালানো যেতে পারে ? সেই বিষয়েই এই মামলা। সেই বিষয়ে যদিও কিছু বলতে চাননি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।