পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamai Shasthi for Transgenders: জামাইষষ্ঠী হোক রূপান্তরকামীদেরও, বার্তা দিতে নারী সেজে অভিনয় সুমনের

এ বারের জামাইষষ্ঠী হোক রূপান্তরকামীদেরও - এই বার্তা দিতে নারী সেজে একটি ভিডিয়ো শুট করলেন অভিনেতা সুমন চৌধুরী ৷ জামাইষষ্ঠীর দিন মুক্তি পাবে সেই ভিডিয়ো ৷

Jamai Shasthi for Transgenders
Jamai Shasthi for Transgenders

By

Published : May 22, 2023, 7:00 PM IST

জামাইষষ্ঠী হোক রূপান্তরকামীদেরও

আসানসোল, 22 মে: রূপান্তরকামীদের শ্রদ্ধা জানাতে বারেবারেই সাহসী ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা সুমন চৌধুরীকে । নিজে পুরুষ হয়েও 'দাদার দিদিগিরি' নামে সোশ্যাল মিডিয়া প্রজেক্টে তিনি কখনও দুর্গা সেজেছেন, কখনওবা বসন্ত উৎসবে অন্য নারী রূপে নিজেকে সাজিয়ে রূপান্তরকামীদের শ্রদ্ধা জানিয়েছেন । এ বার জামাইষষ্ঠীতে গৃহবধূর সাজে সুমনের বার্তা, জামাইষষ্ঠী হোক রূপান্তরকামীদেরও ।

পুরুষ হয়ে জন্মেও যাঁরা মানসিকভাবে নারী, যাঁরা রূপান্তরিত হয়ে নারী হতে চান, সমাজে তাঁরা বারবার উপেক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছেন । শুধুই জুটেছে ঠাট্টা, তামাশা আর মশকরা ৷ আজও সমাজ যেন তাঁদের মেনে নিতে পারেনি । লিঙ্গ পরিবর্তন ব্যয়সাপেক্ষ ব্যাপার । সেটা যাঁরা করতে পারছেন তাঁরা বিজ্ঞানসম্মতভাবে নারী হয়ে উঠেছেন । আবার অনেকে নারী হওয়ার এই ব্যাকুল ইচ্ছে নিয়ে সমাজের সঙ্গে যুঝতে না পেরে গুমড়ে গুমড়ে মরছেন । সুমনের আন্দোলন, প্রতিবাদ, বার্তা, পাশে থাকা তাঁদের জন্যই ৷ সমাজে যে সমস্ত পুরুষ নারী হতে চেয়ে উপেক্ষিত, তীর্যক বক্রোক্তির শিকার তাঁদের পাশে আবারও দাঁড়ালেন অভিনেতা সুমন চৌধুরী ৷

সুমন বলেন, "আমি নিজে পুরুষ হয়ে যদি সোশ্যাল মিডিয়ায় নারী সাজতে পারি, অভিনয় করতে পারি, তাহলে যাঁরা মানসিকভাবে নারী তাঁদেরও সম্মান করতে শেখা প্রয়োজন ।" জামাইষষ্ঠীতে সুমনের নতুন ভিডিয়ো আসতে চলেছে - 'এই জামাইষষ্ঠী রূপান্তরকামীদেরও'। যেখানে তিনি এক রূপান্তরকামী নারী রূপে অভিনয় করেছেন । যিনি এক পুরুষকে বিয়ে করলে তা পরিবার মেনে নেয় না । সেই পরিবারে ফিরে এসে তিনি জামাইষষ্ঠী পালন করছেন স্বামীর সঙ্গে । ছোট্ট ভিডিয়োতে এমনই ছবি উঠে আসবে ।

সেই শুটিং সম্প্রতি শেষ হয়েছে । সুমন সেজে উঠেছেন অপরূপ গৃহবধূর সাজে । যিনি তাঁর স্বামীর সঙ্গে রিকশা চেপে নিজের বাপের বাড়িতে ফিরছেন । সেখানে তাঁর মায়ের কান্না, বোনের কাছে টেনে নেওয়া এবং শেষ পর্যন্ত আবেগপ্রবণ দৃশ্যে গিয়ে সম্পূর্ণ বিষয়টি একটি সদর্থক জায়গায় শেষ হচ্ছে ।

সুমন জানান, "রূপান্তরকামী হিসেবে যাঁরা নারী হয়ে কোনও পুরুষকে বিয়ে করছেন, এই জামাইষষ্ঠী কিন্তু তাঁদেরও । তাঁদের উপেক্ষা না ক'রে সম্মান করুন, কাছে টেনে নিন ।" রূপান্তরকামীদের পরিবারের প্রতি এই বার্তা দিতেই সুমনের এই ভিডিয়ো জামাইষষ্ঠীর দিন মুক্তি পেতে চলেছে সোশ্যাল মিডিয়ায় ।

আরও পড়ুন:রাতের উদুপিতে ভরসা সাধারণের রূপান্তরকামীদের ক্যান্টিন, শিরোনামে পূর্বী-বৈষ্ণবী-চন্দনা

ABOUT THE AUTHOR

...view details