দুর্গাপুর, 26 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিচ্ছেন, বিজেপি (BJP) এলে ঘরের লক্ষ্মীদের 2 হাজার টাকা করে দেবে । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বাড়িতে দলত্যাগী দুই নেতাকে ফের দলে যোগ করিয়ে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।
আসানসোল উত্তরের বিজেপির মণ্ডল তিনের সভাপতি সুদীপ চৌধুরী ও জেলা বিজেপির তৎকালীন অন্যতম সাধারণ সম্পাদক মদনমোহন চৌবে বিজেপি ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন ৷ এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বাড়িতে এই দুই দলত্যাগীর হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে তাঁদেরকে স্বাগত জানান সুকান্ত মজুমদার ৷
সেখানেই তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প আমাদের দলীয় ইস্তাহারে ছিল ৷ দুর্ভাগ্যবশত আমরা মানুষের কাছে এই ইস্তাহার পৌঁছাতে পারিনি ৷ সুযোগটাকে কাজে লাগান তৃণমূল সুপ্রিমো ৷ 500 টাকা করে ভিক্ষে দিচ্ছেন আর আমরা ক্ষমতাতে এলে 2000 টাকা করে দেব এই প্রকল্পে ৷ সঙ্গে বেকারদের চাকরি দেব ।’’ একই সঙ্গে তিনি এদিন আবার ডিসেম্বর ডেডলাইনের বিতর্ক ফের উস্কে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘পিঠে খেলে পেটে সয় ৷ তৃণমূলও বুঝবে এই ডিসেম্বরে কী হতে চলেছে এই সরকারের ।’’