আসানসোল, 13 অক্টোবর:"পৌরনিগম চালাতে রাজ্য সরকার কোনও টাকা দিচ্ছে না । কেন্দ্রের টাকাতেই চলছে পৌরনিগম । তাই পৌরনিগমে দিদির ছবি নয় মোদির ছবি টাঙান ৷" আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযানে গিয়ে শুক্রবার এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । ডেঙ্গি, পানীয়জল, রাস্তা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবার ইস্যুতে আসানসোল পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে এদিন যোগ দেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল । ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ পৌরনিগমের বিজেপি কাউন্সিলররা এবং কর্মী সমর্থকরা । শুক্রবার আসানসোলের গির্জা মোড় থেকে মিছিল করে আসানসোল পৌরনিগমে পৌঁছন সুকান্ত মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।
এদিন আসানসোল পৌরনিগমের বাইরে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে । সুকান্ত মজুমদার এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "রাজ্য কোনও টাকা পাঠাচ্ছে না আসানসোল পৌরনিগমকে । আসানসোল পৌরনিগম চলছে কেন্দ্রের টাকায় ৷ তাই যে সমস্ত দিদির বড় বড় ছবিগুলো লাগানো হয়েছে ওগুলি খুলে দিয়ে মোদির ছবি লাগান পৌরনিগমে ।" সুকান্তর কথায়, "আজকের আন্দোলনের মাধ্যমে একটা টিজার দেখিয়ে গেলাম আমরা । এর পরবর্তীকালে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে আসানসোল পৌরনিগমে তালা ঝুলিয়ে দেওয়া হবে ।" পাশাপাশি ভবিষ্যতে আসানসোল পৌরনিগমে ইডি বা সিবিআইয়ের হানা হতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়ে গেলেন সুকান্ত মজুমদার । তাঁর কথা, "আসানসোলে ইডি, সিবিআই এর তল্লাশি বাকি আছে, এখানেও ছাপা পড়বে ৷"