পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি', রাজ্যকে কড়া আক্রমণ সুকান্তর - রাজ্যকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের

অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar criticises TMC govt) ৷

ETV Bharat
Sukanta Majumdar

By

Published : Oct 29, 2022, 7:34 PM IST

দুর্গাপুর, 29 অক্টোবর: "আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি ৷ খুব তাড়াতাড়ি দেউলিয়া ঘোষণা হবে, বন্ধ হবে বেতন ৷" দুর্গাপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে শনিবার এ কথা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । দুর্গাপুরের পলাশডিহাতে এদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের উদ্যোগে আয়োজিত হয় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা । এই প্রতিযোগিতা দেখতে আসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । পরে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন সুকান্ত (Sukanta Majumdar criticises TMC govt) ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাসকদলের প্রবল সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন, "অর্থনৈতিকভাবে এরা দেউলিয়া হয়ে গিয়েছে । বেতন বন্ধ হল বলে ।" অনুব্রত মণ্ডলদের মত টিএমসি নেতারা বিজেপি-তে যেতে চাইলে তারা পচা আলু বিজেপি-তে নেবেন না বলেও জানান সুকান্ত মজুমদার ।

রাজ্যকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের, এই নিয়ে তৃতীয়বার

রাজ্য বিজেপি সভাপতি এদিন আরও বলেন, "শিক্ষায় দুর্নীতিচক্রে আরও বড় মাথা আছে । মানিক মুখ খুলতে শুরু করেছে । দেখুন কী হয় ?" বেশ কিছুদিন ধরেই বিজেপি নেতারা বলছেন ডিসেম্বর মাসে এই সরকারের সময়সীমা শেষ ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, "ডিসেম্বর মাসে দারুণ ঠাণ্ডা পড়বে আর এই সরকার কাঁপবে । কেন্দ্রের ভিক্ষায় বেঁচে আছে এই রাজ্যের সরকার ।"

ABOUT THE AUTHOR

...view details