দুর্গাপুর, 29 অক্টোবর: "আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি ৷ খুব তাড়াতাড়ি দেউলিয়া ঘোষণা হবে, বন্ধ হবে বেতন ৷" দুর্গাপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে শনিবার এ কথা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । দুর্গাপুরের পলাশডিহাতে এদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের উদ্যোগে আয়োজিত হয় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা । এই প্রতিযোগিতা দেখতে আসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । পরে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন সুকান্ত (Sukanta Majumdar criticises TMC govt) ৷
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাসকদলের প্রবল সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন, "অর্থনৈতিকভাবে এরা দেউলিয়া হয়ে গিয়েছে । বেতন বন্ধ হল বলে ।" অনুব্রত মণ্ডলদের মত টিএমসি নেতারা বিজেপি-তে যেতে চাইলে তারা পচা আলু বিজেপি-তে নেবেন না বলেও জানান সুকান্ত মজুমদার ।