দুর্গাপুর, 12 এপ্রিল:ফের একবার রাজ্য় প্রশাসন এবং তৃণমূলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার দুর্গাপুর থেকে বীরভূমের উদ্দেশ্যে পাড়ি দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তার আগে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি ৷ পাশাপাশি অনুব্রতহীন বীরভূমে বিজেপি যে অতিতৎপর তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত ৷
মঙ্গলবার দুর্গাপুর পৌরসভা ঘেরাও অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সুকান্ত মজুমদার ৷ এরপর দুর্গাপুরেই রাত্রি বাস করেন তিনি। বুধবার বীরভূমে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু ঝা খুন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সুকান্ত ৷ রাজু ঝা খুন হওয়ার পর এতদিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত খুনি অধরা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, "এর পিছনেও তৃণমূল কংগ্রেসের হাত আছে কি না দেখুন ! তাই কিনারা হচ্ছে না।"
অন্যদিকে, মঙ্গলবারই ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলিকে নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিডিও'র চেয়ারে বসে দলীয় বৈঠক করা প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন সুকান্ত মজুমদার ৷ সরাসরি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ৷ এদিন সুকান্ত বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন ৷ অথচ এর আগে তাঁর দলের বিধায়করাই জিভ টেনের ছিঁড়ে নেওয়ার কথা বলছেন ৷ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলছি, আগে এই সব বিধায়কদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়ে দেখান, তারপর তিনি এ রাজ্যে শান্তিতে নির্বাচন হবে এমন প্রতিশ্রুতি দেবেন। এরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে ৷ তাতেও কিন্তু চেয়ার ভরানো যাচ্ছে না।"