পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Slams TMC: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্ল্যাকমেল করছে তৃণমূল, অভিযোগ সুকান্তর

রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসকেও তীব্র কটাক্ষ করেন তিনি ৷

Etv Bharat
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

By

Published : Apr 12, 2023, 9:23 PM IST

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

দুর্গাপুর, 12 এপ্রিল:ফের একবার রাজ্য় প্রশাসন এবং তৃণমূলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার দুর্গাপুর থেকে বীরভূমের উদ্দেশ্যে পাড়ি দেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তার আগে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি ৷ পাশাপাশি অনুব্রতহীন বীরভূমে বিজেপি যে অতিতৎপর তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত ৷

মঙ্গলবার দুর্গাপুর পৌরসভা ঘেরাও অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সুকান্ত মজুমদার ৷ এরপর দুর্গাপুরেই রাত্রি বাস করেন তিনি। বুধবার বীরভূমে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু ঝা খুন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সুকান্ত ৷ রাজু ঝা খুন হওয়ার পর এতদিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত খুনি অধরা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, "এর পিছনেও তৃণমূল কংগ্রেসের হাত আছে কি না দেখুন ! তাই কিনারা হচ্ছে না।"

অন্যদিকে, মঙ্গলবারই ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলিকে নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিডিও'র চেয়ারে বসে দলীয় বৈঠক করা প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন সুকান্ত মজুমদার ৷ সরাসরি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ৷ এদিন সুকান্ত বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন ৷ অথচ এর আগে তাঁর দলের বিধায়করাই জিভ টেনের ছিঁড়ে নেওয়ার কথা বলছেন ৷ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলছি, আগে এই সব বিধায়কদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়ে দেখান, তারপর তিনি এ রাজ্যে শান্তিতে নির্বাচন হবে এমন প্রতিশ্রুতি দেবেন। এরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে ৷ তাতেও কিন্তু চেয়ার ভরানো যাচ্ছে না।"

প্রসঙ্গত, দু'দিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতার পাশাপাশি কেষ্টহীন বীরভূমেও তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে খবর ৷ তৃণমূলের 'বাঘ' বর্তমানে তিহাড়ে বন্দি ৷ তাঁর অনুপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে অমিত শাহের সভা নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্যের গেরুয়া শিবিরে ৷ তবে এদিন সেই জল্পনা উড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার ৷ এ প্রসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি (অমিত শাহ) আসছেন না ৷ আমাদের এই কর্মসূচি মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে। গত লোকসভায় যে সমস্ত আসনে বিজেপি প্রার্থীরা পরাজিত হয়েছিল, সেই সমস্ত এলাকায় অমিত শাহ এবং জেপি নাড্ডা সভা করবেন বলে ঠিক করেছেন।"

আরও পড়ুন: ইতিহাস গড়ে গঙ্গার নীচ দিয়ে ছুটল 2 রেক, মেট্রো রেলপথে জুড়ে গেল এপার-ওপার

অন্যদিকে, দুর্গাপুরে দাঁড়িয়েই রাজ্যের বিভিন্ন জেলায় আইএএস ও আইপিএস অফিসাররাও দুর্নীতির সঙ্গে যুক্ত বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, জেলার আইপিএস, আইএএসরা আদতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও ব্লক সভাপতি হিসেবে কাজ করছেন ৷ পাশাপাশি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের রাজনৈতিক দিশা সম্পর্কে বলতে গিয়ে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁকে (অনুব্রত মণ্ডল) বলেছেন বীরভূমের বীর। তাই এখন অনুব্রতহীন বীরভূমকে বীরহীন-ভূম বলা যায়।"

ABOUT THE AUTHOR

...view details