দুর্গাপুর, 13 অক্টোবর: মহালয়ার আগে দুর্গোপুজোর উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার দুর্গাপুরে তিনি বলেন, পিতৃপক্ষে দুর্গোৎসবের উদ্বোধন করে হিন্দু ধর্মকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি হিন্দু ধর্ম নিয়ে ছেলেখেলা করছেন বলে তোপ দেগেছেন সুকান্ত ৷
দুর্গাপুরে প্রথমবার ট্রাংক রোড ক্ষুদিরাম ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হতে চলেছে দুর্গোৎসব । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুইয়ের উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে শুক্রবার সন্ধেয় সেখানে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তখনই সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গোৎসবের উদ্বোধন নিয়ে সমালোচনার সুর শোনা যায় সুকান্তের মুখে ৷
তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ছেলেখেলা করছেন হিন্দু ধর্মকে নিয়ে । অন্যান্য ধর্মের কোনও উৎসবের একদিন আগে তিনি সেই উৎসব পালন করে দেখান । তাহলে বোঝা যাবে তাঁর ধড়ে কটা মাথা আছে ।"