আসানসোল, 8 ফেব্রুয়ারি : আসানসোল পৌরনির্বাচনের প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ দুপুরে 84 নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন তিনি । প্রচারে যোগ দেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলও । যদিও লোক জড়ো করে কার্যত কোভিড-বিধি উপেক্ষা করে মিছিল করায় বিতর্কে জড়িয়েছেন দুই শীর্ষ নেতাই (Sukanta Majumdar Agnimitra Paul are at Asansol) ৷
মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ‘‘যোগীজির শাসনে উত্তরপ্রদেশ এখন উত্তমপ্রদেশে পরিণত হয়েছে । মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ফের অশান্তি লাগানোর চেষ্টা করছেন ।’’ খড়্গপুর থেকে পৌরভোটে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায় ৷ বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘হিরণ'দা দাঁড়িয়েছে ৷ ওঁর নেতৃত্বে খড়্গপুর পৌরসভা আমরা দখল করব ।’’
পৌর নির্বাচনের প্রচারে আসানসোলে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল কয়েকদশক পর ফের অধিকারী-হীন ভোট দেখবে কাঁথি পৌরসভা ৷ অধিকারী পরিবারের কাউকে টিকিট না দেওয়ায় ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে । যা নিয়ে গেরুয়াশিবিরকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিমও ৷ পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতিও ৷ বলেন ‘‘সবার সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হয়েছে । ববি হাকিম অনেক কিছুই বলেন । পার্টিতে ওঁর আর কোনও গুরুত্ব নেই । একটা মেয়র করে বসিয়ে রেখে দেওয়া হয়েছে । পিছন থেকে কলকাঠি অন্যরা নাড়ছেন ।’’
আরও পড়ুন : আসানসোল পৌরভোটে শাসক-বিরোধী সকলের মুখেই নদী ও খাল সংস্কারের প্রতিশ্রুতি
দিনকয়েক আগেই মদন মিত্র অভিযোগ করেছিলেন, কংগ্রেস এবং বিজেপি মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভাজন করার চক্রান্ত করছে । তা নস্যাৎ করে বালুরঘাটের বিধায়ক বলেন, ‘‘কারও পরিবারের মধ্যে বিভাজন করার সদিচ্ছা আমাদের নেই । তৃণমূলের মধ্যেই বিভাজন রয়েছে ।’’