দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি : জল নেই, পেটে খাবার নেই ৷ কিন্তু বাড়ি ফিরতে হবে ৷ মানে যে কোনও ভাবে ইউক্রেন ছেড়ে ভারতে ফিরতে হবে ৷ এদিকে ইউক্রেনে বিমান চলাচল বন্ধ ৷ রাশিয়ার সামরিক আক্রমণে বিদ্যুৎ নেই ৷ মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে না ৷ বাঙ্কারের তলায় আশ্রয় নিয়ে, লুকিয়ে থেকে ক'দিন বেঁচে থাকা যাবে ? তাই পথ হাঁটাই একমাত্র রাস্তা (Students walk to reach Romania to get out of Ukraine) ৷
ইউক্রেন ছেড়ে প্রথমে ট্যাক্সিতে, পরে প্রায় 20 কিলোমিটার পায়ে হেঁটে রোমানিয়া সীমান্ত পার করল দুর্গাপুরের নেহা খান-সহ অনেকেই । বৃহস্পতিবার, 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায় ৷ তারপর থেকে মুহুর্মুহু বোমা, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে লোকালয়ে ৷
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, জল, খাবার, বিদ্যুৎ সঙ্কটে হাঁটলেন ছাত্রছাত্রীরা আরও পড়ুন : Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সীমান্তে না যাওয়ার পরামর্শ দূতাবাসের
এই মুহূর্তে সেখানে আটকে ভারতের বহু পড়ুয়া । তাদের মধ্যে রয়েছেন দুর্গাপুরের মোট 8 জন ডাক্তারি পড়ুয়া ৷ সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের দেশে ফেরানোর আর্জি জানায় পরিবারগুলি ৷
শুক্রবার রাত থেকে রোমানিয়া সীমান্তের দিকে রওনা দেয় অনেক ভারতীয় ছাত্র-ছাত্রী । তার মধ্যে রয়েছেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে নেহা খান । তাঁর বাবা ফিরোজ খান জানান, ট্যাক্সিতে এবং পরে প্রায় 20 কিলোমিটার রাস্তা হেঁটে তাঁরা সীমান্তে পৌঁছেছে সীমান্তে । বহু ছাত্রছাত্রী বাসে করে সকালেই রোমানিয়া সীমান্তের দিকে বেরিয়ে পড়েছে । সেখান থেকে তাদের দেশে ফেরানো হবে বলে আশ্বস্ত করেছে দেশের বিদেশমন্ত্রক ।