দুর্গাপুর, 20 ডিসেম্বর :পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য বাবা ৷ কিন্তু হার্টের জটিল অসুখে বর্তমানে টোটো চালাতে অপারগ তিনি ৷ তাঁর শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবেই টান পড়েছে হাঁড়িতে ৷ সংসারের এমন কঠিন সময় মুশকিল আসান হয়ে উঠল পঞ্চম শ্রেণীতে পঠনরত একমাত্র ছেলে ৷ বই-খাতা ফেলে টোটো চালিয়ে সংসারের হাল ধরেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের রামচন্দ্র প্রসাদের ছেলে আশুতোষ শাহ (student of class five drives toto to raise money for his father treatment) ৷
গত পাঁচ মাস ধরে টোটো চালিয়ে সংসারের হাল ধরার পাশাপাশি বাবার চিকিৎসারও খরচ চালাচ্ছে পঞ্চম শ্রেণীর আশুতোষ ৷ তবে সম্প্রতি রামচন্দ্রবাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছে অন্ডালের একটি স্বেচ্ছাসেবী সংস্থা (A voluntary organization come up to help Ramchandra Prasad and his family) ৷ রামচন্দ্রবাবুর হৃদযন্ত্রের চিকিৎসার খরচ জোগানোর পাশাপাশি আশুতোষের পড়াশুনার খরচ চালাচ্ছে তারা ৷