আসানসোল, 12 ফেব্রুয়ারি: ছাত্রীর মৃত্যুকে ( Student Dies) ঘিরে তুলকালাম আসানসোল উত্তর থানার লালগঞ্জ এলাকায় (Asansol News)। ছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির (Medical Negligence) অভিযোগ তুলে স্থানীয় এক চিকিৎসকের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা । চলে ব্যাপক ভাঙচুর । ছাত্রীর মৃতদেহ চিকিৎসকের বাড়িতে রেখেই বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা । আসানসোল উত্তর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জানা গিয়েছে, লালগঞ্জের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী শুক্লা মণ্ডলের দিন কয়েক আগে জ্বর এসেছিল । তার পরিবারের লোকেরা তাকে স্থানীয় এক চিকিৎসকের বাড়িতে নিয়ে গিয়েছিলেন । অভিযোগ, ওই চিকিৎসক শুক্লাকে একটি ইনজেকশন দেন এবং সেই ইনজেকশন দেওয়ার পরেই বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়ে শুক্লা । তাকে তড়িঘড়ি দুর্গাপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় ।
শুক্লার পরিবারের লোকেরা জানিয়েছেন, নার্সিংহোম কর্তৃপক্ষ জানতে চেয়েছিল কী ইনজেকশন দেওয়া হয়েছিল শুক্লাকে । সেই মোতাবেক চিকিৎসকের কাছে বারবার জানতে চাওয়া হলেও চিকিৎসক সঠিক উত্তর দেননি । কখনও তিনি বলেন ব়্যানট্যাক ইনজেকশন দেওয়া হয়েছিল, আবার কখনও বলেন কাগজে লেখা ছিল ইঞ্জেকশনের নাম, তা তিনি ফেলে দিয়েছেন । চিকিৎসক কোনও প্রেসক্রিপশন দিতেন না । বারবার এভাবেই তিনি রোগী পরিবারের সদস্যদের বিভ্রান্ত করেন বলে অভিযোগ ।