দুর্গাপুর, 11 সেপ্টেম্বর: যেন অব্যবস্থার নরকে পরিণত হয়েছে ৷ এমন অভিযোগ তুলে সোমবার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে অধ্যক্ষ-সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ ছাত্রদের ৷
ডামাডোল আর অব্যবস্থতা কলেজের সমস্ত কিছুতেই । সময়ে আসে না অধ্যাপকরা, নিয়মিত কলেজে এসেও খাতায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির উল্লেখ থাকছে না, কলেজে ছাত্রীদের বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হচ্ছে, রয়েছে ক্যান্টিনের সমস্যাও, গোটা কলেজের একাধিক ওয়াটার ফিল্টার বিকল, পানীয় জলের সমস্যা, নরকতুল্য অবস্থা কলেজের শৌচাগারগুলির । কলেজের অধ্যাপকরা সময়ে না আসায় অধিকাংশ দিনই বন্ধ থাকছে পঠনপাঠন ।
এই সকল একাধিক সমস্যার কথা কলেজের অধ্যক্ষকে জানানোর পরেও কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । এই অভিযোগকে সামনে রেখেই সোমবার দুপুর থেকে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । ব্যাপক উত্তেজনা তৈরি হয় কলেজ চত্বরজুড়ে । পড়ুয়ারা সাফ জানিয়েছেন, যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে ।