পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Agitation: কলেজে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, অধ্যক্ষ-সহ অধ্যাপকদের আটকে রেখে ছাত্র বিক্ষোভ

ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ৷ অধ্যক্ষ-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের আটকে রেখে সোমবার বিক্ষোভে সামিল ছাত্ররা ৷

ETV Bharat
ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:22 PM IST

দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ছাত্র বিক্ষোভ

দুর্গাপুর, 11 সেপ্টেম্বর: যেন অব্যবস্থার নরকে পরিণত হয়েছে ৷ এমন অভিযোগ তুলে সোমবার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে অধ্যক্ষ-সহ অধ্যাপক ও অধ্যাপিকাদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ ছাত্রদের ৷

ডামাডোল আর অব্যবস্থতা কলেজের সমস্ত কিছুতেই । সময়ে আসে না অধ্যাপকরা, নিয়মিত কলেজে এসেও খাতায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির উল্লেখ থাকছে না, কলেজে ছাত্রীদের বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হচ্ছে, রয়েছে ক্যান্টিনের সমস্যাও, গোটা কলেজের একাধিক ওয়াটার ফিল্টার বিকল, পানীয় জলের সমস্যা, নরকতুল্য অবস্থা কলেজের শৌচাগারগুলির । কলেজের অধ্যাপকরা সময়ে না আসায় অধিকাংশ দিনই বন্ধ থাকছে পঠনপাঠন ।

এই সকল একাধিক সমস্যার কথা কলেজের অধ্যক্ষকে জানানোর পরেও কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । এই অভিযোগকে সামনে রেখেই সোমবার দুপুর থেকে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । ব্যাপক উত্তেজনা তৈরি হয় কলেজ চত্বরজুড়ে । পড়ুয়ারা সাফ জানিয়েছেন, যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে ।

এই বিষয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের এক পড়ুয়া উৎসা মণ্ডল বলেন, "কলেজে নৈরাজ্য চলছে । অধ্য়াপক-অধ্যাপিকারা নিয়মিত আসেন না ৷ যার জেরে প্রায়দিনই বন্ধ থাকছে পঠনপাঠন । যেখানে 75 শতাংশ উপস্থিতির হার আবশ্যিক সেখানে কলেজে এসেও আমাদের উপস্থিতি হচ্ছে না । ছাত্র সংসদের পক্ষ থেকেও একাধিকবার এই বিষয়গুলি নিয়ে অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনও দিকে নজর দিচ্ছেন না । তাই আমরা বাধ্য হয়েছি আজ আন্দোলনে নামতে । যতক্ষণ না পর্যন্ত অধ্যক্ষ সদুত্তর দিচ্ছেন আমরা ততক্ষণই আন্দোলন চালিয়ে যাব ।"

ছাত্র-ছাত্রীদের এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে । দীর্ঘক্ষণ আটকে রাখা হয় অধ্যক্ষ- সহ সমস্ত অধ্যাপক-অধ্য়াপিকাদের । ছাত্রদের দাবি, অধ্যক্ষ লিখিত আকারে সমস্ত অসুবিধা দূর করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পরে তাদের আন্দোলন থামবে ।

আরও পড়ুন : কলেজ ক্যাম্পাসে মাদক সেবনের ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড তৃণমূল ছাত্রনেতা

ABOUT THE AUTHOR

...view details