দুর্গাপুর, 18 জানুয়ারি: পাচার হওয়ার আগে বাজেয়াপ্ত হল নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল (Brown Sugar Raw Meterial Seized)। দুই রিসিভার-সহ এসটিএফের হাতে গ্রেফতার 4 জন । দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপায় 19 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে রাজ্য এসটিএফের হাতে ধরা পড়ে ব্রাউন সুগার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল (Durgapur News)। আগাম খবর পেয়ে বুধবার সকালে টোলপ্লাজার সামনে সন্দেহভাজন একটি ট্রাক আটক করে এসটিএফের আধিকারিকরা ।
ধৃতদের মধ্যে দু'জন নদিয়া জেলার পলাশীর বাসিন্দা । বাকি দু'জন ট্রাক চালক ও খালাসি । সূত্র মারফত জানা গিয়েছে, পলাশীর দুই যুবক মূলত রিসিভার ৷ বাঁশকোপা থেকে কাঁচামাল নিয়ে তাঁদের নদিয়ার পলাশী যাওয়ার উদ্দেশ্য ছিল । কাঁচামাল হাতবদলের সময়ে রাজ্য এসটিএফ আধিকারিকদের হাতে ধরা পড়ে তারা । জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসছিল এই কাঁচামাল । দুই ব্যারেল কেমিক্যাল-সহ চার বস্তা কাঁচামালের এই বাজারমূল্য প্রায় 50 কোটি টাকারও বেশি বলে জানিয়েছে এসটিএফ সূত্রে । ব্রাউন সুগার তৈরির কাঁচামাল পাচার চক্রে আরও অনেকেই জড়িয়ে আছে বলে অনুমান এসটিএফ কর্তাদের ।