পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SS Ahluwalia on SEIL Notice: রাষ্ট্রায়ত্ত সংস্থার উচ্ছেদ নোটিশের বিরোধিতা বিজেপি সাংসদ এসএস আহলুওয়ালিয়ার

SS Ahluwalia Stands for DSP Land Occupants: পুনর্বাসন না দিলে উচ্ছেদ করতে দেবেন না তিনি ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার জমি জবরদখলকারীদের উচ্ছেদের নোটিশ ঘিরে এমনটাই জানালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ এসএস আহলুওয়ালিয়া ৷ বিজেপি সাংসদের দাবি, তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন ৷

SS Ahluwalia on SEIL Notice ETV BHARAT
SS Ahluwalia on SEIL Notice

By

Published : Jul 29, 2023, 11:09 PM IST

দুর্গাপুর ইস্পাত কারখানার জমি থেকে উচ্ছেদ নিয়ে কেন্দ্রীয় সংস্থার বিরোধিতা এসএস আহলুওয়ালিয়ার

দুর্গাপুর, 29 জুলাই: রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশের বিরোধিতায় খোদ কেন্দ্রীয় সাংসদ ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ এসএস আহলুওয়ালিয়া এ দিন বলেন, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে এলে তিনি বুলডোজারের সামনে দাঁড়াবেন ৷ তবে, তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল এবং সিপিআইএম নেতৃত্ব ৷ নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষের সুরে বলে, ‘‘চোরকে বলেন চুরি করতে, আর গৃহস্থকে বলেন সজাগ থাকবে ৷’’ সিপিআইএম-এর তরফে বিজেপি সাংসদকে পরামর্শ, দুর্গাপুরে বসে কথা বলে, কেন্দ্রে ইস্পাত মন্ত্রকের সামনে গিয়ে ধরনায় বসুন সাংসদ ৷

রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইলের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানা ৷ এই দুই সংস্থার জন্য অধিগৃহীত অব্যবহৃত জমি দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে দখল করে বসবাস করছে বহু মানুষ ৷ এ বার তাঁদের উচ্ছেদের নোটিশকে ঘিরে তীব্র জনরোষ তৈরি হয়েছে শিল্পশহর দুর্গাপুরে ৷ সেইলের তরফে উচ্ছেদের নোটিশ দিতেই পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরের 32 এবং 33নং ওয়ার্ডের মানুষ বিক্ষোভে নেমেছে ৷ গত দু-তিন দিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন ভবনের সামনে উচ্ছেদের নোটিশ পাওয়া কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন ৷

উচ্ছেদের নোটিশ পাওয়া মানুষজনদের অনেকেই শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আহলুওয়ালিয়ার সঙ্গে দেখা করেন ৷ তার পরেই শনিবার তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কয়েক হাজার পরিবারকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে পারে না ৷ আর তা করা হলে রুখে দাঁড়ানোর হুশিয়ারি দিলেন বিজেপি সাংসদ ৷ এসএস আহলুওয়ালিয়া বলেন, ‘‘রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সম্প্রসারণে যেমন জমির প্রয়োজন ৷ তেমনি ওই জমির উপর বসবাসকারী মানুষদের উচ্ছেদ করতে গেলে পুনর্বাসনের প্রয়োজন ৷ পুনর্বাসন যতক্ষণ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কেউ জমি ছাড়বেন না ৷’’

আরও পড়ুন:ডিএসপি-র সম্প্রসারণের জন্য উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে দুর্গাপুরে বিক্ষোভ

এর পরেই বিজেপি সাংসদের হুঁশিয়ারি, ‘‘কেন্দ্রীয় সংস্থা উচ্ছেদ করতে গেলে বুলডোজারের সামনে দাঁড়িয়ে উচ্ছেদ রুখব ৷’’ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের দাবি, একসময় শিল্পের প্রয়োজনে দুর্গাপুরে বিভিন্ন লোকের থেকে যে পরিমাণ জমি অধিগ্রহণ করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ৷ সেই জমির অনেকখানি ব্যবহার করতে পারেনি কেন্দ্র ৷ অবিলম্বে সেই জমি মালিকদেরকে ফেরত দেওয়ার কোথাও জানান তিনি ৷

আরও পড়ুন:সাফাই কর্মীদের অবরোধ, আন্দোলনে তোলপাড় আসানসোল

অন্যদিকে, এসএস আহলুওয়ালিয়ার বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদের মন্তব্যকে কটাক্ষ করেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলেন, "এরা চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সজাগ থাকতে ৷ সাংসদ কেন্দ্রীয় সরকারের সদস্য ৷ তাহলে তিনি বুলডোজারের কথা কেন বলছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত থাকতে আমরা কাউকে উচ্ছেদ করতে দেব না ৷ আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ৷ তার পরে উচ্ছেদের কথা ভাবা হবে ৷" প্রায় একইভাবে বিজেপি সাংসদকে নিশানা করে সিপিআইএম ৷ স্থানীয় বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "সাংসদ এখানে বসেই সব নাটক না করে দিল্লিতে ইস্পাত মন্ত্রকের সামনে গিয়ে বসুন না ৷ উনি সস্তাযর নাটক করতে এসেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details