আসানসোল, 19 অগস্ট : দুর্গাপুরে রবীন্দ্রনাথের মূর্তির উপরে জুতোর বিজ্ঞাপনের পর ফের বিতর্ক আসানসোল শহরে। আসানসোলের সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্রভবনের সামনে পৌরনিগমের লাগান বোর্ডে বানান ভুল নিয়ে বিতর্কের সৃষ্টি হল। গত দু'দিন আগেই আসানসোল রবীন্দ্রভবনের সামনে একটি বোর্ড লাগায় পৌরনিগম কর্তৃপক্ষ। আর তাতে 'প্রণাম' এবং 'ও' দুটি বানানই ভুল লেখা ছিল। একেবারে রবীন্দ্রভবনের সামনে রবীন্দ্রনাথের ছবি দেওয়া পৌরনিগমের বোর্ডে বানান ভুলের ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ঘটনাতে কার্যত দৃশ্য দূষণ ছড়াচ্ছে বলে শহরবাসীদের একাংশ প্রশ্ন তুলছে।
দু'দিন আগেই আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ঐতিহাসিক ছবি সম্বলিত একটি বোর্ড লাগান হয় আসানসোল শহরের প্রাণকেন্দ্র বিএনআর মোড়ে । এই জায়গায় রবীন্দ্রভবনের ঠিক পাশে ওই বোর্ডে দুটি ছবি আছে। একটি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরটি মহাত্মা গান্ধির। অন্যটি রবীন্দ্রনাথ এবং জওহরলাল নেহরুর ।