পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরিদপুরে ছেলেধরা সন্দেহে আটক, পুলিশের তৎপরতায় রক্ষা - ছেলেধরা সন্দেহে দুজন মহিলাকে আটক

ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউপিঠ এলাকায় ছেলেধরা সন্দেহে দুজন মহিলাকে আটক করে স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ।

ছেলেধরা

By

Published : Sep 14, 2019, 7:09 PM IST

ফরিদপুর (পশ্চিম বর্ধমান), 14 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে উত্তাল ফরিদপুর থানা এলাকা । আজ সকালে ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউপিঠ এলাকায় উত্তেজনা ছড়ায় । দু'জন মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করে রাখে স্থানীয়রা । আটক মহিলাদের ওপর চড়াও হয় । খবর পেয়ে ঘটনাস্থানে ফরিদপুর থানার পুলিশ পৌঁছে ওই দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় । ওই দুই মহিলার নাম নুরজাহান বিবি ও জামারাতন বিবি ।

রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াচ্ছে । প্রশাসন পদক্ষেপ করা সত্ত্বেও গুজব আটকানো যাচ্ছে না । রানিগঞ্জ, জামুড়িয়া, সালানপুর, অন্ডাল, কাঁকসার পানাগড়ের পর আজ অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শংররপুর গ্রামেও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক । পাশাপাশি আজ সকালে ফরিদপুর থানা এলাকাতেও উত্তেজনা ছড়ায় । পুলিশ এসে ওই দুই মহিলাকে উদ্ধার করে ।

পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে, তারা দুজনেই পাণ্ডবেশ্বর থানার ডালুরবাঁধ এলাকার বাসিন্দা । পেশায় ভিক্ষুক । আজ ভিক্ষা করতেই বনগ্রামের নিউপিঠ এলাকায় যায় । স্থানীয় বাসিন্দারা ছেলেধরা সন্দেহে আচমকাই তাদের আটক করে । মারতে যায় ।

নুরজাহান বিবির শওহর আসগর আলি বলেন, "সময়মতো পুলিশ না পৌঁছালে আজ হয়তো স্ত্রীকে আর ফিরে পেতাম না ।" স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন দাস বলেন, "ছেলেধরা গুজব আটকাতে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে । মানুষকে আরও সচেতন হতে হবে ।"

প্রশ্ন উঠছে এই গুজবের পিছনেও কি অন্য কোনও রহস্য রয়েছে? DCP(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "সোশাল মিডিয়াতে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, আর যারা এই গণপিটুনি চালাচ্ছে, তাদের পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে । এরপর পুলিশ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ।"

ABOUT THE AUTHOR

...view details