ফরিদপুর (পশ্চিম বর্ধমান), 14 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে উত্তাল ফরিদপুর থানা এলাকা । আজ সকালে ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের বনগ্রাম নিউপিঠ এলাকায় উত্তেজনা ছড়ায় । দু'জন মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করে রাখে স্থানীয়রা । আটক মহিলাদের ওপর চড়াও হয় । খবর পেয়ে ঘটনাস্থানে ফরিদপুর থানার পুলিশ পৌঁছে ওই দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় । ওই দুই মহিলার নাম নুরজাহান বিবি ও জামারাতন বিবি ।
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছেলেধরা গুজবে উত্তেজনা ছড়াচ্ছে । প্রশাসন পদক্ষেপ করা সত্ত্বেও গুজব আটকানো যাচ্ছে না । রানিগঞ্জ, জামুড়িয়া, সালানপুর, অন্ডাল, কাঁকসার পানাগড়ের পর আজ অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের শংররপুর গ্রামেও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক । পাশাপাশি আজ সকালে ফরিদপুর থানা এলাকাতেও উত্তেজনা ছড়ায় । পুলিশ এসে ওই দুই মহিলাকে উদ্ধার করে ।