পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় আসানসোল রেল ডিভিশনের বিশেষ পোশাক

পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশন নিজেরাই তৈরি করে ফেলল কোরোনা মোকাবিলা করার পোশাক ৷ আসানসোল রেল ডিভিশনের কমার্শিয়াল বিভাগ ও ইস্টার্ন রেলওয়ে উইমেন্স অর্গ্যানাইজ়েশন যৌথভাবে এই পোশাক তৈরি করেছে ৷

By

Published : Apr 1, 2020, 11:06 PM IST

বিশেষ পোশাক
বিশেষ পোশাক

আসানসোল, 1 এপ্রিল : রাজ্যজুড়ে মাস্ক ও কোরোনা মোকাবিলায় বিশেষ পোশাকের দাবি জানাচ্ছেন বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ৷ কিন্তু, কাউকে কোনও দোষারোপ না করে পূর্ব রেলের আসানসোল রেল ডিভিশন নিজেরাই তৈরি করে ফেলল কোরোনা মোকাবিলা করার পোশাক ৷ এটাই প্রথম নয়, এর আগে রেলের ডিভিশনের কর্মীরা নিজেরা স্যানিটাইজ়ারও বানিয়েছেন ৷ আসানসোল রেল ডিভিশনের কমার্শিয়াল বিভাগ ও ইস্টার্ন রেলওয়ে উইমেন্স অর্গ্যানাইজ়েশন যৌথভাবে এই পোশাক তৈরি করেছে ৷

পূর্ব রেলের আলানসোল রেল ডিভিশন এই কোরোনা আতঙ্কের সময় শুরু থেকেই বেশ তৎপর ৷ দেশে কোরোনা সেভাবে সংক্রমণের আগে থেকেই আসানসোল স্টেশনকে নিয়মিত স্যানিটাইজ় করার পাশাপাশি পরিষ্কার রাখা হচ্ছে ৷ শুধু আসানসোল স্টেশন নয়, এই ডিভিশনের সব স্টেশনকেই সবসময় পরিষ্কার করা হচ্ছে ৷

কোরোনা মোকাবিলায় আসানসোল রেল ডিভিশনের তৈরি বিশেষ পোশাক

আসানসোল রেল ডিভিশন এই পোশাক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে ৷ রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে ৷ আগামীদিনে এই ডিভিশনের অন্তর্গত এলাকাগুলিতে বিশেষ এই পোশাক পরে রেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কোরোনা আক্রান্তদের চিকিৎসা করতে পারবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details