পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal Delhi Shift: আদালতের হস্তক্ষেপে কাটল জট, শীঘ্রই দিল্লি যাচ্ছেন কেষ্ট - আসানসোল

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় (Anubrata Mondal Delhi Shift) কার, কী ভূমিকা ? সোমবার তা স্পষ্ট করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷

Special CBI Court in Asansol clarify the process regarding Anubrata Mondal Delhi Shift
ফাইল ছবি

By

Published : Mar 6, 2023, 4:30 PM IST

দিল্লি নিয়ে যাওয়া হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ৷

আসানসোল, 6 মার্চ:শেষমেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) হস্তক্ষেপেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার (Anubrata Mondal Delhi Shift) জট কাটল ৷ আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে শুরু করে স্থানীয় পুলিশ কমিশনারেট এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অনুব্রতকে আসানসোল থেকে কলকাতা হয়ে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার, কী ভূমিকা, তা ঠিক করে দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক ৷

অনুব্রতকে আগেই দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত ৷ একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, অনুব্রতকে আসানসোল থেকে প্রথমে কলকাতা নিয়ে যেতে হবে ৷ তারপর সেখানকার কোনও কেন্দ্রীয় সরকারি চিকিৎসাকেন্দ্রে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে ৷ অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষার সময় সেখানে অন্তত তিনজন চিকিৎসক উপস্থিত থাকবেন ৷ তাঁরা 'ফিট সার্টিফিকেট' দিলে তবে অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাওয়া যাবে ৷

এই প্রেক্ষাপটে আসানসোল থেকে কলকাতা পর্যন্ত অনুব্রতকে কে নিয়ে যাবে, তাঁর নিরাপত্তার দায়িত্ব কে নেবে, তা নিয়ে শুরু হয় দায় ঠেলাঠেলি ৷ এই বিষয়ে কার কী করণীয়, তা জানতে সোমবার বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় আসানসোলের বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ এর পর্যবেক্ষণে আদালত জানায়, সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মধ্যে সমন্বয়ের অভাবেই এই জটিলতা তৈরি হয়েছিল ৷ এরপরই বিচারক নির্দেশ দেন, আসানসোল থেকে অনুব্রতকে কলকাতার হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেবে সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ এই পথে অনুব্রতর সুরক্ষা নিশ্চিত করবে আসানসোল ও দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷

আরও পড়ুন:'দিল্লিতে অনুব্রতর কষ্ট হলে বীরভূমে বিজেপি নেতাদেরও কষ্ট হবে !', তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

কলকাতার কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা হওয়ার পর 'ফিট সার্টিফিকেট'-সহ অনুব্রতকে ইডি-র হাতে তুলে দিতে হবে ৷ এরপর অনুব্রতকে নিয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ বা রাজ্য পুলিশের আর কোনও দায়িত্ব থাকবে না ৷ কলকাতার হাসপাতাল থেকে ইডি তাঁকে বিমানে দিল্লি নিয়ে যাবে ৷ এই রুটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই প্রয়োজনীয় সমস্ত বন্দোবস্ত করতে হবে ৷ এদিন অনুব্রতর দিল্লিযাত্রা সংক্রান্ত মামলাটি শেষ হওয়ার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ ৷ তিনি জানান, যেহেতু কলকাতার কেন্দ্রীয় হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল আদালত, সেই কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ এখন তা দূর হয়েছে ৷

এদিকে, দোল ও হোলি উপলক্ষে 7 ও 8 মার্চ দিল্লির রাউস অ্য়াভিনিউ আদালত বন্ধ থাকবে ৷ ওয়াকিবহাল মনে করছে, সেক্ষেত্রে আগামী 9 মার্চ অনুব্রতকে দিল্লির ওই আদালতে পেশ করা হতে পারে ৷ সুতরাং তার আগেই বাংলা থেকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ৷

ABOUT THE AUTHOR

...view details