দুর্গাপুর, 20 অগস্ট : পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ধৃতের কাছ থেকে একটি নাইন এম.এম কার্বাইন, একটি নাইন এম.এম পিস্তল ও আরও একটি রাইফেল উদ্ধার করে পুলিশ ।
ধৃতের নাম শিবু পাসোয়ান ৷ সে সুনীল পাসোয়ান ওরফে শোলের সাগরেদ । চলতি মাসের এক তারিখে নাকা চেকিং চলাকালীন পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয় সুনীল পাসোয়ান ওরফে শোলেকে । নিজেদের হেফাজতে নিয়ে সুনীলকে জেরা করার পর শিবুর সন্ধান পায় পুলিশ ৷ এরপর বৃহস্পতিবার সূত্রের খবর মারফত হানা দিয়ে পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা সংলগ্ন একটি মন্দির কাছ থেকে শিবুকে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশি জেরার মুখে শিবু আগ্নেয়াস্ত্রগুলির সন্ধান দেয় । মাটির তলায় সম্ভবত চাপা ছিল উদ্ধার হওয়া নাইন এম.এম.কার্বাইন । উদ্ধারের পর থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নাইন এম.এম কারবাইন । কারণ অত্যাধুনিক মানের এই কারবাইন একমাত্র ব্যবহার করে জওয়ানরা ৷ আর এই আগ্নেয়াস্ত্র লুঠ করে মাওবাদীরা ব্যবহার করত । কিন্তু ধৃত শিবুর কাছে কীভাবে এই কার্বাইন এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷