কুলটি, 16 মে : বাড়িতে কয়েকদিন আগে মৃত্যু ঘটেছে ৷ দুঃখের পরিবেশ ৷ এই দুঃখেও মানবতার ডাক আসানসোলের কুলটির মিঠানি গ্রামে ৷ স্বর্গীয় নীলমণি চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের লোকেরা রক্তদান শিবিরের আয়োজন করে নজির সৃষ্টি করলেন । আয়োজক ছিলেন প্রয়াত নীলমণিবাবুর ছেলে চিন্তাহরণ চট্টোপাধ্যায় ।
দশ দিন আগে প্রয়াত হন কুলটির মিঠানি গ্রামে প্রবীণ বামনেতা নীলমণি চট্টোপাধ্যায় । তাঁর ছেলে চিন্তাহরণ চট্টোপাধ্যায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য । নিজের শ্রাদ্ধানুষ্ঠানে রক্তদান শিবির আয়ােজন করা হোক, এমনটাই ইচ্ছে ছিল বামপন্থী মতাদর্শে বিশ্বাসী নীলমণিবাবুর ৷ ছেলেকে এই ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি ৷ বর্তমান পরিস্থিতিতে প্রয়াত বাবার ইচ্ছেপূরণের ব্যবস্থা করেন চিন্তাহরণ চট্টোপাধ্যায় ৷ এই মহতি উদ্যোগে অভূতপূর্ব সাড়া পান ৷ পরিবারের লোকজন ও প্রতিবেশী, বন্ধুবান্ধবদের মিলিত উদ্যোগে প্রায় 30 বোতল রক্ত আসানসোল জেলা হাসপাতালে দান করা হয় ।