পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোল পৌরনিগমে শুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ - আসানসোল পৌরনিগম

আসানসোল রবীন্দ্রভবনে উদ্বোধন হল আসানসোল পৌরমনিগমের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ ।

Asansol
আসানসোল পৌরনিগম

By

Published : Mar 16, 2020, 9:11 PM IST

Updated : Mar 16, 2020, 10:14 PM IST

আসানসোল, 16 মার্চ : আনুষ্ঠানিকভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে গেল আসানসোল পৌরনিগমে । আজ আসানসোল রবীন্দ্রভবনে এই প্রকল্পের শুভ সূচনা হয় । আপাতত তিনটি বোরো অফিসের অন্তর্গত ওয়ার্ডগুলিতে বাড়ি বাড়ি জঞ্জাল তোলার কাজ শুরু করল আসানসোল পৌরনিগম । এই উপলক্ষে বাসিন্দাদের সচেতন করতে আজ বেশ কয়েকটি ট্যাবলোর উদ্বোধন করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে দীর্ঘদিনের টালবাহানা চলছিল আসানসোল পৌরনিগমের । তা নিয়ে বিরোধীরাও সরব হয়েছিলেন । কিন্তু শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করে দিল আসানসোল পৌরনিগম । আজ আসানসোল রবীন্দ্র ভবন থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের কাজের সূচনা হয় । বাসিন্দাদের এই প্রকল্প নিয়ে সচেতন করতে এবং শহরকে জঞ্জালমুক্ত রাখতে বেশ কয়েকটি ট্যাবলার সূচনা করেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । ট্যাবলোগুলি আগামী বেশ কয়েকদিন আসানসোল পৌরনিগমের অন্তর্গত 106টি ওয়ার্ডে ঘুরবে এবং মানুষজনকে সচেতন করবে ।

আজ প্রকল্প সম্বন্ধে বলতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, প্রতিটি পরিবারপিছু দু'টি করে ভ্যাট বা ডাস্টবিন দেওয়া হবে । এগুলো বাজারে কিনতে গেলে দাম পড়ে 200 টাকা । কিন্তু 170 টাকা ভরতুকি দিয়ে মাত্র 30 টাকা বাসিন্দাদের কাছ থেকে নিয়ে ডাস্টবিনগুলি দেওয়া হবে বাসিন্দাদের। বোঝানো হবে নীল এবং সবুজ এই দু'টি ডাস্টবিনে কোনটিতে কোন বর্জ্য পদার্থ ফেলতে হয় । সঠিক অর্থে বাসিন্দারা যদি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করে তাহলে আগামী দিনে আসানসোল সত্যি সুন্দর হয়ে উঠবে বলে মন্তব্য করেন জিতেন্দ্র তিওয়ারি ।

আপাতত আসানসোল পৌরনিগমের 4টি বোরোর অন্তর্গত ওয়ার্ডগুলিতে এই প্রকল্পের কাজ শুরু হল । আগামী দিনে সব বোরোতেই এই কাজ শুরু হয়ে যাবে । সচেতনতার জন্য গান এবং আরও নানাভাবে মানুষকে সচেতন করছে আসানসোল পৌরনিগম ।

দেখুন কী বললেন জিতেন্দ্র তিওয়ারি
Last Updated : Mar 16, 2020, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details