দুর্গাপুর, 14 মার্চ: রাজ্যজুড়ে ট্রাফিক আইন ভাঙলে মোটা টাকার জরিমানা করা হচ্ছে (Waste management vehicles controversy in Durgapur)। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খোদ নগর নিগমের 'মিশন নির্মল বাংলার' গাড়িতেই নেই নাম্বার প্লেট নেই রেজিস্ট্রেশন । কংগ্রেসের অভিযোগ 'স্বচ্ছ ভারত' প্রকল্পে কেন্দ্র থেকে রাজ্যে মোট 258 কোটি টাকা এসেছে । তা দিয়ে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্যে নতুন গাড়ি কেনা হয়েছে । কিন্তু সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর নেই । স্রেফ ক্রমিক নম্বর লিখে বেআইনিভাবে ওই গাড়ি গুলি রাস্তায় চালাচ্ছে দুর্গাপুর নগর নিগম । নম্বরহীন গাড়ি দুর্ঘটনা ঘটালে বিমার কি হবে ?।
দুর্গাপুর নগর নিগমের পৌরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়ের দাবি, 105টি নতুন গাড়ি এসেছে । সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন করা হচ্ছে । তার মধ্যে 28টি গাড়ি বাকি আছে । দ্রুত রেজিস্ট্রেশন হয়ে যাবে ।" এই প্রসঙ্গেই দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ।"
পৌরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়ের দাবি, যে সমস্ত গাড়ি নম্বর প্লেট বিহীন গাড়িগুলি জনসাধরণের কথা ভেবেই বন্ধ করা হয়নি ৷ তাতে সাধারণ মানুষের দারুণ সমস্যা হবে । ওয়ার্ডে ওয়ার্ডে জঞ্জাল সাফাইয়ের যে কাজ শুরু হয়েছে সেই কাজেও ব্যাঘাত ঘটবে । যে কোম্পানিগুলি এই গাড়িগুলি সরবরাহ করছে তাদের দায়িত্ব গাড়িগুলির রেজিস্ট্রেশন করে তারপর পৌর নিগমের হাতে তুলে দেওয়া ৷