পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাস্তবায়িত হয়নি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, চলছে চাপানউতোর - babul supriya

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আজ বলেন, "কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশন  প্রকল্প থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিতে চাইলেও মুখ্যমন্ত্রী তা নিতে রাজি হননি ৷ বলা হয়েছিল, নির্মল বাংলা থেকে আসানসোলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা হবে ৷"

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

By

Published : Dec 19, 2019, 8:48 PM IST

আসানসোল, 19 ডিসেম্বর : আসানসোল শহরে ঢোকার মুখেই আবর্জনার স্তূপ ৷ দু'নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে ডাম্পিং গ্রাউন্ড ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দৃশ্য দেখে বিরক্তি প্রকাশ করেছিলেন ৷ তারপর, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এলাকাটি প্রাচীর দিয়ে ঘিরে, হোর্ডিং লাগিয়ে আড়াল করার চেষ্টা করেছেন ৷ কিন্তু, এই মাঠে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির পরিকল্পনা ছিল, তা আজও বাস্তবায়িত হয়নি ৷

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আজ বলেন, "কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশন প্রকল্প থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিতে চাইলেও মুখ্যমন্ত্রী তা নিতে রাজি হননি ৷ বলা হয়েছিল, নির্মল বাংলা থেকে আসানসোলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা হবে ৷"

বাস্তবায়িত হয়নি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, দেখুন ভিডিয়ো

মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, "কেন্দ্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য কোনও টাকা দেয়নি ৷ বরং কেন্দ্র একজন ওয়েস্ট সাংসদকে পাঠিয়েছে ৷ তিনি বাবুল সুপ্রিয় ৷ আমাদের কাছে টেকনিকাল টিম ছিল না এই প্রকল্প তৈরি করার জন্য । রাজ্য সরকারকে জানানোর পর তারা সেই টিম পাঠিয়েছে । আগামী তিন মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি ।"

ABOUT THE AUTHOR

...view details