পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"সবুজ সাথি"-র সাইকেল নিয়ে বিড়ম্বনায় জামুড়িয়ার স্কুল - জামুড়িয়া হিন্দি হাইস্কুল

জামুড়িয়া হিন্দি হাইস্কুলের টিচার ইনচার্জ রোহন রাম রজক জানান , রাজ্য সরকারের দেওয়া সবুজ সাথি-র সাইকেল অধিকাংশই দেওয়া হয়ে গেছে । তবে বেশ কিছু সাইকেল বেঁচে গেছে । অনেক ছাত্র সাইকেল নেওয়ার জন্য আসেনি । স্কুল থেকে ছাত্রদেরকে জানানো হয়েছে সাইকেলগুলি নিয়ে যাওয়ার জন্য । ছাত্ররা সবুজ সাথি সাইকেল না নিয়ে যাওয়ায় তা রাখার জন্য শ্রেণিকক্ষকে ব্যবহার করা হয়েছে ।

Cycle
বেঁচে যাওয়া সাইকেল

By

Published : Feb 9, 2020, 1:26 PM IST

Updated : Feb 9, 2020, 2:33 PM IST

জামুড়িয়া , 9 ফেব্রুয়ারি : "সবুজ সাথি" প্রকল্পের বেঁচে যাওয়া সাইকেল নিয়ে বিড়ম্বনায় পড়েছে জামুড়িয়া হিন্দি হাইস্কুল । সময়ে প্রশাসন সেইসব সাইকেল নিয়ে যায়নি। তাই কার্যত গ্যারেজে পরিণত হয়েছে শ্রেণিকক্ষ। এদিকে শ্রেণিকক্ষে সার দিয়ে সাইকেল পড়ে থাকায় পঠন-পাঠনও লাটে উঠেছে ক্লাস এইটের ছাত্রদের।

"সবুজ সাথি" প্রকল্পে রাজ্য সরকারের তরফে সাইকেল বিতরণ করা হয় । গত অক্টোবর মাসে জামুড়িয়া হিন্দি হাইস্কুলে সবুজ সাথি প্রকল্পে মোট 200টি সাইকেল আসে । অনেকেই তা নিয়ে গেছে। কিন্তু, বারবার বলা সত্ত্বে কয়েকজন ছাত্র সাইকেল নেয়নি। কেউ কেউ আবার ওই স্কুল ছেড়েই চলে গেছে । তাই পড়ে রয়েছে 19টি সাইকেল।

সরকারের দেওয়া সাইকেল । তাই সেগুলি যত্ন করে রাখা হয়েছে একটি শ্রেণিকক্ষে । কারণ, বাইরে খোলা আকাশের নিচে রাখলে সাইকেলগুলি নষ্ট হয়ে যেতে পারে । এদিকে সার দিয়ে তাদের শ্রেণিকক্ষে সাইকেলগুলি পড়ে থাকায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে ক্লাস এইটের ছাত্রদের।

শুনে নিন বিদ্যালয়ের টিচার ইনচার্জের বক্তব্য

এপ্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ রোহন রাম রজক জানান, সবুজ সাথি-র অধিকাংশ সাইকেলই দেওয়া হয়ে গেছে । কয়েকটি বেঁচে গেছে । অনেক ছাত্র সাইকেল নেওয়ার জন্য আসেনি । জেলা স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু কোনও লাভ হয়নি । আবার যখন সবুজ সাথি প্রকল্পে সাইকেল আসবে স্কুলে, তখন এগুলি ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে । গতবছর সাইকেল নিয়ে যখন এই ধরনের সমস্যা হচ্ছিল, তখন এভাবেই ছাত্রদের সাইকেল দেওয়া হয়েছিল ।

Last Updated : Feb 9, 2020, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details