আসানসোলের কুলটি থানার চিনাকুড়ির কাছে উদ্ধার বহুমূল্য সাপের বিষ আসানসোল, 29 ডিসেম্বর: সাপের বিষ পাচার করা হচ্ছিল ৷ গোপনসূত্রে খবর পেয়ে বন্য অপরাধ দমন শাখা ও বন দফতর অভিযান চালায় ৷ উদ্ধার হয় দু'ধরনের সাপের বিষ ৷ বেআইনিভাবে এই বিষ পাচারের অভিযোগ গ্রেফতার হয় 4 জন ৷ অনুমান এই বিষের দাম কয়েক কোটি ৷
সাপের বিষ পাচারের খবর পৌঁছেছিল ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোতে ৷ নিজাম প্যালেসের সেই দফতর থেকেই পাচারকারীদের গতিবিধি ট্র্যাক করা হয় ৷ তারাই খবর দেয় বনদফতরের পুরুলিয়ার কংসাবতী রেঞ্জ ও আসানসোল রেঞ্জে ৷ সেই অনুযায়ী কুলটি থানার চিনাকুড়ির কাছে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে দু'টি পাত্রে ক্রিস্টাল ও তরল অবস্থায় সাপের বিষ উদ্ধার হয়েছে ৷
বনদফতর সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আসানসোল থেকে পুরুলিয়ার দিকে একটি গাড়িতে এই সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ আসানসোলের কুলটি থানার চিনাকুড়ির কাছে বনদফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে ৷ গাড়িটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে দু'টি পাত্র ৷ তাতেই পাওয়া যায় সাপের বিষ ৷
বনদফতরের আধিকারিকরা বিষ পাচারকারীদের কুলটির সাঁকতড়িয়া ফাঁড়িতে নিয়ে আসে ৷ জিজ্ঞাসাবাদের পর চারজনকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হয় দু'টি অ্যাম্পুলে ক্রিস্টাল ও লিকুইড সাপের বিষ ৷ বনদফতরের আধিকারিক সঞ্জীব পতি বলেন, "অভিযুক্তরা আন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে ব়্যাকেট রয়েছে, তার সঙ্গে জড়িত ৷ অভিযুক্তদের আদালতে তোলা হয় ৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে ৷"
সাপের প্রকারভেদ অনুযায়ী সাপের বিষের মূল্য নির্ণয় করা হয় ৷ এই বিষগুলি কোন সাপের, তা এখনও জানা যায়নি ৷ তবে কখনও এক গ্রাম সাপের বিষেয় দাম 6 লক্ষ টাকা পর্যন্ত ওঠে ৷ তবে যে পরিমাণ সাপের বিষ পাওয়া গিয়েছে, তাতে প্রাথমিকভাবে অনুমান এর দাম গ্রামপ্রতি সোনার মূল্যের থেকে কোনও অংশে কম নয় ৷ অর্থাৎ কয়েক কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার হয়েছে এদিন ৷
আরও পড়ুন:
- সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের
- জার ভর্তি সাপের বিষ উদ্ধার, আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা
- বাংলা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কোটি টাকার তক্ষক উদ্ধার বিহারে