আসানসোল, 23 জানুয়ারি: সাইকেলে ঝোলানো রং-তুলি। শহর, মফস্বল, গ্রামের দেওয়ালে দেওয়ালে একমনে নেতাজি এঁকে চলেছেন। কালো রঙে তুলি ডুবিয়ে এক মুহূর্তেই নেতাজির (Netaji Subhash Chandra Bose) ছবি ফুটে উঠছে। দেওয়ালে একটি নেতাজির ছবি আঁকতে বড় জোর 2 মিনিট সময় লাগে। 45 বছরের বেশি সময় ধরে আসানসোল-সহ আশেপাশের জেলা এমনকী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় দেওয়ালে নেতাজির এঁকেই দিন গুজরান করেন কুলটির বেজডি গ্রামের বিশ্বনাথ বাউরি।
কুলটির বেজডি নামে প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বিশ্বনাথ বাউড়ি। বয়স আনুমানিক 60 বছর। চাষাবাদ করে দিন চলত তাঁর। কিন্তু বাম আমল আসতেই বিশ্বনাথের দিন বদলে যায়। কুলটির তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন মানিকলাল আচার্য। তিনিই খোঁজ পেয়েছিলেন বিশ্বনাথ বাউরির। জানতে পারেন তাঁর বিধানসভা এলাকায় বিশ্বনাথ বাউরি নামে এক যুবক ভালো দেওয়াল লিখন করেন। বিশ্বনাথের কাছে মানিক লাল আচার্য জানতে চেয়েছিলেন নেতাজির ছবি আঁকতে পারবে কি না।
ফরওয়ার্ড ব্লকের আদর্শ নেতাজি, আর সেই কারণে কুলটির বিভিন্ন দেওয়ালে নেতাজির ছবিতে ভরিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল ফরওয়ার্ড ব্লকের সেই নেতার। বিশ্বনাথ সম্মতি জানালে শুরু হয় দেওয়ালে বিশ্বনাথের নেতাজি আঁকা। 1977 সাল থেকেই বিশ্বনাথ দেওয়ালে নেতাজি আঁকছেন। শুধু নেতাজির জন্মদিন উপলক্ষেই নয়, বছরের সবসময়েই তাকে নেতাজি আঁকতে হয়। দিনে প্রায় 70 থেকে 80টি করে নেতাজির ছবি আঁকেন বিশ্বনাথ বাউরি। আগে 1 মিনিটেই একটি নেতাজি আঁকতে পারতেন বিশ্বনাথ। কিন্তু বছর দুয়েক আগে হঠাৎই স্ট্রোক হয় বিশ্বনাথের।