আসানসোল, 8 ডিসেম্বর : মানব পাচারচক্রের জাল থেকে 4 নাবালিকা এবং 2 যুবতীকে উদ্ধার করল আসানসোল ডিভিশনের আরপিএফ ৷ তাঁদের শিয়ালদা-সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে (Human Trafficking) ৷ ট্রেনের ডি-থ্রি কামরা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরপিএফ সূত্রে খবর, তাঁদের কাজ দেওয়ার নাম করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ট্রেনে ওই 4 নাবালিকা এবং দুই যুবতীর সঙ্গে থাকা ব্যক্তির ফোনে কথোপকথনে অন্যান্য যাত্রীদের সন্দেহ হয় ৷ এর পর রাতেই যাত্রীরা বিষয়টি আরপিএফ-কে জানান ৷ অভিযোগ পেয়ে আরপিএফ এর একটি দল ট্রেনে অভিযান চালায় ৷ চলন্ত ট্রেনের মধ্যে ওই 6 জনকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে আটক করে আরপিএফ ৷ এর পর আসানসোল (Asansol News) স্টেশনে তাঁদের নামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপর পাচারচক্রের সঙ্গে যুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে আরপিএফ (RPF Arrest a Trafficker) ৷