পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raju Jha Murder Case: ধৃত গাড়ি চালককে নিয়ে রাজু ঝা'র বন্ধু নরেন্দ্র খাড়কার অফিসে তল্লাশি সিটের - গাড়ির চালক

আগের দিন খোলা ছিল না অফিস তাই ফিরে যেতে হয়েছিল ৷ রাজু ঝা হত্যাকাণ্ডে ধৃত গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকে সঙ্গে নিয়ে আজ ফের সিটের আধিকারিকরা নরেন্দ্র খাড়কার অফিসে তল্লাশি চালায় ৷

Raju Jha Murder Case
রাজু ঝায়ের বন্ধু নরেন্দ্রর অফিসে তল্লাশি সিটের

By

Published : Apr 24, 2023, 6:45 PM IST

রাজু ঝায়ের বন্ধু নরেন্দ্রর অফিসে তল্লাশি সিটের

দুর্গাপুর, 24 এপ্রিল: চলতি মাসের 1 তারিখে পূর্ব বর্ধমান জেলা শক্তিগড়ে গুলি করে খুন করা হয় একসময়ের কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা'কে। রাজু ঝা খুনের ঘটনায় দিনকয়েক আগে গ্রেফতার হয় রাজু ঝা'র বন্ধু, আরেক কয়লা মাফিয়া নারায়ণ খাড়কার গাড়ি চালক অভিজিৎ মণ্ডলকে। তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রাজু ঝা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চলতি মাসের 19 তারিখ গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মণ্ডলকে ৷ তাকে সঙ্গে নিয়েই সিটের অফিসাররা নরেন্দ্র খাড়কার অফিসে তল্লাশি চালায় সোমবার ৷

গাড়ি চালককে গ্রেফতারির দিনই রাতের অন্ধকারের সিটের তদন্তকারী অফিসাররা অভিজিতকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা উপনগরীতে নারায়ণ খাড়কার কার্যালয়ে অভিযান চালান। কিন্তু সেদিন এই কার্যালয় খোলা না-থাকার কারণে কার্যালয় সিল করে দিয়ে তদন্তকারী অফিসাররা ফিরে যান। আজ সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা উপনগরীতে সেই অফিসের সিল খুলে তদন্ত শুরু করেন সিটের আধিকারিকরা।

আজও নিয়ে আসা হয় নারায়ণ খাড়কার গাড়ির চালক অভিজিৎকে। প্রশ্ন উঠছে সিটের তদন্তকারী অফিসাররা অভিজিৎকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কী এমন তথ্য পেলেন যাতে করে নারায়ণ খাড়কার নির্মাণকার্যের এই কার্যালয়ে তদন্তে আসতে হল? সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী এই কার্যালয়ের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ-সহ নথিপত্র খতিয়ে দেখতেই তাকে নিয়ে আসা হয়। উল্লেখ্য, এর আগে কাঁকসা থানায় এলাকার বামুনাড়াতে তপোবন সিটিতে অভিজিতের আবাসনেরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আজ দুপুর দু'টো নাগাদ অভিজিতকে সিটি সেন্টারে নারায়ণ খাড়কার অফিসে নিয়ে আসে করা পুলিশি নিরাপত্তায়।

আরও পড়ুন:রাজু ঝা'র মাফিয়া বন্ধুর অফিস সিল করল সিট, কে এই নরেন্দ্র খাড়কা ?

সশস্ত্র পুলিশবাহিনীকে দেখা যায় পুরো এলাকা ঘিরে রাখতে। নারায়ণ খাড়কার আইনজীবীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তদন্ত চলাকালীন। 1 ঘণ্টার বেশি সময়কাল ধরে এই তদন্ত। প্রশ্ন উঠছে অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করে রাজু ঝা খুনের বিষয়ে কী এমন তথ্য পেলেন তদন্তকারী অফিসাররা? তাহলে কি নারায়ণ খাড়কার সঙ্গে রাজু ঝা'র বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরেছিল? নারায়ণ খাড়কার অফিসে আদৌ কি রাজু ঝা খুনের বিষয়ে কোনও তথ্য লুকিয়ে রয়েছে? অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সিটের তদন্তকারী অফিসাররা কী কী তথ্য পেলেন? কবে এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে, সেটাই এখন দেখার।

ABOUT THE AUTHOR

...view details