আসানসোল, 11 এপ্রিল: 'শুট আউট অ্যাট ল্যাংচা হাব', না সত্যি কোনও সিনেমার নাম নয় ৷ এই মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ শক্তিগড়ে কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-কে গুলি করে হত্যা করে আততায়ীরা ৷ মঙ্গলবার আসানসোলে সেই ঘটনার সমালোচনায় রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির বিষয়টিকে তুলে ধরেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই তিনি মন্তব্য করেন, "এ বার হয়তো বাংলা সিনেমা হবে শুট আউট অ্যাট ল্যাংচা হাব ৷"
বার্নপুরে একটি সংবর্ধনা সভায় ইটিভি ভারতের মুখোমুখি হন সুকান্ত মজুমদার ৷ সেখানে তিনি মৃত কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন, "আমি এটাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ৷ কারণ, ওই ঘটনার সময় রাজু ঝা-এর কাছে কিছু নথি ছিল ৷ সেগুলি পাওয়া যাচ্ছে না ৷ শুনতে পাচ্ছি ওনাকে ইডি তলব করেছিল ৷ ইডির মুখোমুখি হয়ে উনি মুখ খুললে হয়তো অনেক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে যেত ৷ সেই জন্য চিরতরে চুপ করিয়ে দেওয়া হল ৷"