দুর্গাপুর, 22 মার্চ : রামের ছোট ভাই শত্রুঘ্ন রামায়ণের পরম্পরা সঠিক ভাবে পালন করে রঘুকূলকে রক্ষা করবে ৷ বললেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ অন্ডালে পৌরসভা নির্বাচনের প্রচারে এসে তিনি একথা বলেন ৷
প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বলা হচ্ছে, তিনি বহিরাগত ৷ এ বিষয়ে শত্রুঘ্ন বলেন, ‘‘ভারতবর্ষ এক ৷ কন্যাকুমারী থেকে কাশ্মীর আমরা এক মায়েরই সন্তান কেউ বহিরাগত নয় (Shatrughan Sinha on Election Campaign) ৷’’
আরও পড়ুন :Mob Rampage Police Station : পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যুর প্রতিবাদে পুড়ল থানা, বিক্ষোভকারীদের মারে নিহত এএসআই
সভায় বক্তব্য রাখতে গিয়ে শত্রুঘ্ন আরও বলেন, "অনেকে বহিরাগত বলছেন ৷ কিন্তু আমি তাদের বলতে চাই, অনেক যুদ্ধ করে উপরে উঠেছি । কেউ পাশে দাঁড়ায়নি । মা-বাবা বন্ধু-বান্ধব কেউ ছিল না পাশে । যুদ্ধ করে শূন্য থেকে ওপরে উঠেছি । যখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন দেশের সমস্ত রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছি । উন্নতি করেছি ।"
আরও পড়ুন :Investigation of Rampurhat Incident : রামপুরহাটের ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাছ থেকে পৃথক রিপোর্ট তলব
এদিন আসানসোলের মানুষের কোনও সমস্যা হতে দেবেন না বলে আশ্বাস দেন তিনি । শত্রুঘ্ন বলেন, "আমি জানি এখানে অনেক সমস্যা আছে । বেসরকারিকরণ নিয়েও মানুষের মধ্যে সমস্যা রয়েছে । সেল হোক, রেলওয়ে হোক, এয়ার ইন্ডিয়া হোক সব বিক্রি হয়ে যাচ্ছে । কথা দিচ্ছি, যখন আমাকে প্রয়োজন, আপনাদের ঘরের ছেলে শত্রুঘ্ন সিনহা সঙ্গে ছিল, আছে থাকবে।" রামের ছোট ভাই শত্রুঘ্ন রামায়নের পরম্পরা সঠিক ভাবে পালন করে রঘুকূলকে রক্ষা করবে বলে আশ্বাস দেন তিনি ৷