পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shatrughan Sinha in Asansol : বিরোধীদের 'খামোশ' করে দেব, অন্ডালে নেমেই হুঙ্কার বিহারীবাবুর - TMC Candidate in Asansol By Election Shatrughan Sinha

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (Asansol Loksabha By Election) শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷

By poll 2022
প্রধানমন্ত্রী বারাণসী থেকে লড়েছেন তাহলে উনি কি বহিরাগত? অন্ডালে নেমেই প্রশ্ন শত্রুঘ্নর

By

Published : Mar 20, 2022, 9:54 PM IST

Updated : Mar 20, 2022, 10:41 PM IST

দুর্গাপুর, 20 মার্চ : রবিবার সন্ধ্যায় আসানসোল পৌঁছলেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (TMC Candidate in Asansol By Election Shatrughan Sinha) ৷ এদিন সন্ধ্যা 7টা 45 মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ এছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক, দুর্গাপুর-আসানসোলের সমস্ত শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন ৷

সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা ৷ প্রার্থী হিসাবে তৃণমূল তাঁর নাম ঘোষণা করারর পর থেকেই শত্রুঘ্নকে বহিরাগত বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি ৷ এদিন আসানসোলে এসেই এর পাল্টা দিয়েছেন এই অভিনেতা টার্নড রাজনীতিবিদ ৷

আরও পড়ুন : বোমা হামলার জের, বিজেপি সাংসদকে সশস্ত্র নিরাপত্তা দিল মমতার সরকার

প্রধানমন্ত্রী বারাণসী থেকে লড়েছেন তাহলে উনি কি বহিরাগত? অন্ডালে নেমেই প্রশ্ন শত্রুঘ্নর

প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নর পাল্টা প্রশ্ন, "তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে বারাণসী থেকে লড়াই করেন, উনি কি সেখানে বহিরাগত ?" একসময়ের বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা এদিন নিজের পরিচিত ভঙ্গিতেই জানিয়েছেন, এই ভোটে বিরোধীদের তিনি 'খামোশ' করে দেবেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি তাঁর জয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত বলেও জানিয়েছেন শত্রুঘ্ন ৷ আগামিকাল মনোনয়ন জমা দেবেন তিনি ৷

Last Updated : Mar 20, 2022, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details