দুর্গাপুর, 20 মার্চ : রবিবার সন্ধ্যায় আসানসোল পৌঁছলেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (TMC Candidate in Asansol By Election Shatrughan Sinha) ৷ এদিন সন্ধ্যা 7টা 45 মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ এছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক, দুর্গাপুর-আসানসোলের সমস্ত শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন ৷
সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা ৷ প্রার্থী হিসাবে তৃণমূল তাঁর নাম ঘোষণা করারর পর থেকেই শত্রুঘ্নকে বহিরাগত বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি ৷ এদিন আসানসোলে এসেই এর পাল্টা দিয়েছেন এই অভিনেতা টার্নড রাজনীতিবিদ ৷