আসানসোল, 30 অক্টোবর: কয়েকদিন আগেই কুলটি এলাকায় পোস্টারে ছেয়েছিল আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) বিরুদ্ধে । ছট পুজোয় বিহারীবাবু নিখোঁজ এমনই পোস্টার পরেছিল চারিদিকে । শেষ পর্যন্ত জল্পনা সরিয়ে, ছটপুজোর দিনই আসানসোলে দেখা মিলল শত্রুঘ্ন সিনহার । রবিবার বিকেলে আসানসোলের ধাদকা এলাকায় একটি ছটঘাটে উপস্থিত হন তিনি (Shatrughan Sinha is at Asansol during Chhath Puja) ।
এদিন তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা । বেশকিছু সময় এদিন ছটঘাটে ছিলেন শত্রুঘ্ন সিনহা । যাওয়ার সময় নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আসানসোলের সাংসদ বলেন,"আমি প্রথমবার আসানসোলে ছট দেখলাম । আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে । চোখ দিয়ে জল বেরিয়ে আসছে । মানুষজনের মধ্যে যে শ্রদ্ধা ও উৎসাহ এবং উৎসবের আমেজ দেখলাম তাতে আমার পটনার মতই মনে হল আসানসোলকে ।"