আসানসোল, 25 অগস্ট: "আমি প্রথমবার কোনও মেয়রের চেম্বারে তাঁকে শুভেচ্ছা জানাতে এলাম । আসানসোল একজন শক্তিশালী মেয়র পেয়েছে । আগামিদিনে আসানসোলের অনেক উন্নতি হবে ।" বিধান উপাধ্যায়ের (Bidhan Upadhyay) শপথ নেওয়া ও সরকারিভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার পর আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) তাঁকে শুভেচ্ছা জানাতে এসে এমনই বললেন ৷
ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেই আসানসোলের মেয়র হয়েছিলেন বিধান উপাধ্যায় । এরপর সাংবিধানিক রীতি মেনে তিনি ছয় মাসের মধ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন । আর তাই এবার কাউন্সিলর হিসেবে শপথ নিলেন বিধান উপাধ্যায় । বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমে জেলাশাসকের উপস্থিতিতে শপথ নেন বিধান উপাধ্যায় । তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ।
আরও পড়ুন:আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়
গত 25 ফেব্রুয়ারি আসানসোলের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিধান উপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম আচমকা ঘোষণা করেছিলেন । আর তাই পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেও মেয়র হয়ে যান বিধান উপাধ্যায় । নিয়মমাফিক 6 মাসের মধ্যে আসানসোলের কোনও ওয়ার্ড থেকে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে হত । সেই মত আসানসোলের 6 নম্বর ওয়ার্ডে গত 21 অগস্ট সেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় । বুধবার ফলাফল ঘোষণা হয় এবং বিপুল ভোটে জয়ী হন বিধান উপাধ্যায় । বৃহস্পতিবার তাই কাউন্সিলর পদে শপথ নিলেন বিধান উপাধ্যায় ।