আসানসোল, 14 জানুয়ারি:আবাস দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha Condemns Awas Yojana Scam) ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) আওতায় ঘর তৈরি হোক, কিংবা স্বচ্ছ ভারতের অধীনে বিনামূল্যে শৌচালয় নির্মাণ, দু'টি ক্ষেত্রেই আমজনতার সঙ্গে প্রতারণা করা হয়েছে ! তবে, শত্রুঘ্ন যে ঠিক কাকে নিশানা করে এই মন্তব্য করতে চেয়েছেন, সেটা স্পষ্ট নয় ৷ কারণ, আবাস দুর্নীতি নিয়ে এই মুহূর্তে কাঠগড়ায় রয়েছে রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বর্তমানে শত্রুঘ্ন সিনহা নিজেই সেই দলের জনপ্রতিনিধি ৷ অথচ, তিনি তাঁর আবাস দুর্নীতি সংক্রান্ত মন্তব্যের সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে মমতা-স্তূতিও জুড়ে দিয়েছেন ! ফলে তাঁর মন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷
ঠিক কী বলেছেন শত্রুঘ্ন সিনহা:শনিবার আবাস দুর্নীতি প্রসঙ্গে শত্রুঘ্ন বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনা কি সফল হয়েছে ? আমার মতে, এই যোজনা সফল হয়নি ৷ বহু জায়গাতেই ঠিক মতো কাজ করা হয়নি ৷ কোথাও দেওয়াল উঠেছে তো ছাদ হয়নি ৷ কোথাও দেওয়ালের গাঁথনিই শুরু হয়নি ৷ আবার কোথাও পুরো কাজটাই হয়েছে খাতায়, কলমে ! আবাস যোজনা এবং শৌচালয় নির্মাণের নামে মানুষের সঙ্গে খেলা হচ্ছে ! শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এসব করা ঠিক নয় ৷ আমি এই ঘটনার গভীর পর্যন্ত তদন্তের দাবি জানাচ্ছি ৷"