দুর্গাপুর, 17 জুন: কোরোনা সংক্রমণের জেরে রাজ্যের স্কুল ও কলেজগুলি আপাতত বন্ধ। এরপরও বেশকিছু বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ফি-র জন্য অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। ওই সমস্ত স্কুলে ফি মকুবের দাবিতে ও কলেজের ক্ষেত্রে একটি সেমেস্টারের ফি ছাড়ের দাবি জানিয়ে দুর্গাপুরের বাঁকুড়া মোড় অবরোধ করল SFI।
লকডাউনে গত দু'মাসের বেশি সময় ধরে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান । সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকলেও অধিকাংশ বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস নিচ্ছে ছাত্রছাত্রীদের৷ আর তার বিনিময়েই স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে আগের হারেই অর্থ দাবী করছে বলে অভিযোগ৷ ইতিমধ্যে যা নিয়ে বিভিন্ন স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছে অভিভাবকরা৷ অভিভাবকদের দাবি, লকডাউনের অনেকেই পেশাগত সমস্যায় পড়েছেন। সে কথা মাথায় রেখে অন্য শিক্ষাবর্ষে স্কুলগুলি যে হারে ফি নিত, এবার যেন তা না নেওয়া হয়৷