পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কারও লার্নার লাইসেন্স, কারও মালবাহী গাড়ির; বেনিয়ম পুলকারে - RTO Asansol

কয়েকজন পুলকার চালকের সঠিক লাইসেন্স নেই । কারও রয়েছে লার্নার লাইসেন্স । কারও বা রয়েছে পণ্যবাহী গাড়ির লাইসেন্স । আসানসোলের ADDA ময়দানে কয়েকটি পুলকারের পরীক্ষার পর সামনে এসেছে এই সব তথ্য।

Asansol
পুলকার

By

Published : Feb 19, 2020, 6:09 PM IST

আসানসোল, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । আসানসোলের ADDA ময়দানে পরীক্ষা চলল কয়েকটি পুলকারের । আর তাতেই বেরিয়ে এল একের পর এক তথ্য । প্রাইভেট নম্বর প্লেট নিয়েই পুলকারগুলি চলছিল বলে জানা গেছে । কোনও কোনও চালকের নেই সঠিক লাইসেন্সও । কারও কাছে রয়েছে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স । আবার কারও রয়েছে শুধুই লার্নার লাইসেন্স ।

আসানসোলের ADDA ময়দানে আজ গাড়িগুলি পুলকার হিসেবে রাস্তায় চলার যোগ্য কি না তা পরীক্ষা করতে নেমেছিল আসানসোলের মোটর ভেহিকলস বিভাগ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । পুলকারের সামনের কাচে রয়েছে লার্নার লেখা । সেই ছবিও ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় । তবে এতদিন ধরে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করা হলে তার দায় পদস্থ আধিকারিকদের দিকেই ঠেলে দিয়েছেন মোটর ভেহিকলস আধিকারিকরা ।

কী বলছেন মোটর ভেহিকলস বিভাগের আধিকারিকরা

মোটর ভেহিকলস বিভাগের তরফে জয়দেব সাহা বলেন, "কয়েকটি গাড়ির চালকদের লাইসেন্স নেই । PSV লাইসেন্স নেই । এমনকী গুরুত্বপূর্ণ ডিভাইস স্পিড লিমিট ডিটেক্টর বেশিরভাগ গাড়িতে খুলে পড়ে আছে । এছাড়াও নথি এবং গাড়ির ফিটনেস নিয়ে একাধিক গরমিল পাওয়া গেছে। প্রাইভেট নম্বরের গাড়ি পুলকার হিসেবে চালানো হচ্ছে । ফলে সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে । মোটর ভেহিকলস বিভাগের অন্য এক আধিকারিক উকিল সিং বলেন, "সম্পূর্ণ তথ্য RTO-র কাছে পাঠানো হবে । এরপর তিনি ব্যবস্থা গ্রহণ করবেন ।"

পুলকারের সামনের কাচে রয়েছে 'L' লেখা

আগামী দিনে যে সব গাড়ি আইন মেনে চলবে না সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) অজয় শংকর চট্টোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details