আসানসোল, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । আসানসোলের ADDA ময়দানে পরীক্ষা চলল কয়েকটি পুলকারের । আর তাতেই বেরিয়ে এল একের পর এক তথ্য । প্রাইভেট নম্বর প্লেট নিয়েই পুলকারগুলি চলছিল বলে জানা গেছে । কোনও কোনও চালকের নেই সঠিক লাইসেন্সও । কারও কাছে রয়েছে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স । আবার কারও রয়েছে শুধুই লার্নার লাইসেন্স ।
আসানসোলের ADDA ময়দানে আজ গাড়িগুলি পুলকার হিসেবে রাস্তায় চলার যোগ্য কি না তা পরীক্ষা করতে নেমেছিল আসানসোলের মোটর ভেহিকলস বিভাগ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । পুলকারের সামনের কাচে রয়েছে লার্নার লেখা । সেই ছবিও ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় । তবে এতদিন ধরে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করা হলে তার দায় পদস্থ আধিকারিকদের দিকেই ঠেলে দিয়েছেন মোটর ভেহিকলস আধিকারিকরা ।