আসানসোল, 14 ডিসেম্বর:ছিল শীতবস্ত্র প্রদানের মতো মহৎ একটি অনুষ্ঠান ৷ কিন্তু উদ্যোক্তাদের চূড়ান্ত অব্যবস্থায় তা বদলে গেল দুর্ঘটনায় ৷আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল-প্রদান অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক হট্টগোল ৷ যার বলি এক শিশু-সহ 3 ৷ আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে বুধবার বিকেলে রামকৃষ্ণ অঞ্চলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শিব চর্চা এবং কম্বল-প্রদান অনুষ্ঠান। কয়েকটি শীতবস্ত্র প্রদান করে বিরোধী দলনেতা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
শুভেন্দু অধিকারী পরবর্তী কর্মসূচিতে বেরিয়ে যাওয়ার পরই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ। ফলশ্রুতি হিসেবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু-সহ 3 জনের (Several died by stampede at Suvendu Adhikari meeting in Asansol) ৷ দুর্ঘটনায় গুরুতর আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন চাঁদমণি দেবী (55), অন্যজন ঝালি বাউড়ি (60) ৷ অন্য একটি হাসপাতালে মৃত্যু হয় শিশুটির ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।