রানিগঞ্জ, 12 অক্টোবর: রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে সারারাত চলল উদ্ধারকাজ ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার হয়েছে 3 জনের দেহ ৷ এমনটাই জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (সেন্ট্রাল) এস এস কুলদীপ ৷ তিনি বলেন, "মোট 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে । দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ।" অন্যদিকে সারারাত ধরে খনিতে থেকে উদ্ধার কাজে তদারকি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । এদিন ভোরে তিনি দাবি করেন, 7 জনের দেহ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসীরা । যদিও পুলিশ তাঁর দাবি মানতে নারাজ ।
প্রসঙ্গত, বুধবার রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজনের চাপা পড়ার খবরে উত্তেজনা ছড়ায় । ঘটনার খবর পেয়েই রাতেই এলাকায় পৌঁছন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । তিনি দাবি করেন, খাদান থেকে দেহ উদ্ধার করতেই হবে পুলিশকে । এরপর গভীর রাত থেকে তিনি অবস্থান বিক্ষোভ শুরু করেন সেখানে । পুলিশ চাপে পড়ে রাজ্য সরকারের উদ্ধারকারী দল আনে বলে তাঁর দাবি । পাশাপাশি ইসিএলের রেসকিউ টিমকেও তলব করা হয় ৷ যদিও অগ্নিমিত্রার আরও দাবি, "ইসিএলের রেসকিউ টিম আসেনি । ইসিএলের কোনও আধিকারিকরাও ঘটনাস্থলে আসেনি । রাজ্য সরকারের উদ্ধারকারী দল কাজ করেনি । সবাই নির্বিকার । স্থানীয় মানুষজনই উদ্ধার করেছে দেহ ।"