আসানসোল, 13 নভেম্বর : শরীরে হঠাৎই কমে যায় হিমোগ্লোবিনের মাত্রা । বাঁচানোর জন্য প্রয়োজন রক্তের । কিন্তু রক্তের গ্রুপ যে A নেগেটিভ । কোথা থেকে পাওয়া যাবে এই গ্রুপের রক্ত ? তাও বাড়ির মেয়েকে বাঁচাতে হন্যে হয়ে রক্ত খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা । ঠিক তখনই এগিয়ে আসেন হাসপাতালের অস্থায়ী নিরাপত্তারক্ষী । জানান, তাঁরও রক্তের গ্রুপ A নেগেটিভ । আসানসোল জেলা হাসপাতালের ঘটনা ।
কুলটির কেন্দুয়া বাজারের বাসিন্দা পূজা কুমারী । দিন সাতেক আগে আসানসোল জেলা হাসপাতালে জন্ডিস নিয়ে ভরতি হয় । গতকাল হঠাৎই তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় । চিকিৎসকরা জানান, পূজাকে অবিলম্বে রক্ত দিতে হবে । আর এখানেই তৈরি হয় সমস্যা । আসলে পূজার রক্তের গ্রুপ A নেগেটিভ । এই গ্রুপের রক্ত খুব কম সংখ্যক মানুষেরই থাকে । তাই এই গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না । কিন্তু বাড়ির মেয়েকে বাঁচাতে A- গ্রুপের রক্ত খুঁজতে শুরু করে দেয় পরিবারের সদস্যরা ।